shono
Advertisement

ICC ODI World Cup 2023: বিরাট-রোহিত নন, কাপ যুদ্ধে কার উপর বাজি ধরলেন অ্যাডাম গিলক্রিস্ট?

বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর শুভমান।
Posted: 02:17 PM Sep 24, 2023Updated: 02:19 PM Sep 24, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১১ সালের পর ২০২৩। আর কয়েক দিন পর থেকেই শুরু হয়ে যাবে ঘরের মাঠে বিশ্বকাপ (ICC ODI World Cup 2023)। আসমুদ্র হিমাচলের চোখ টিম ইন্ডিয়ার (Team India) দুই মহাতারকা বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মার (Rohit Sharma) দিকে রয়েছে। তবে অ্যাডাম গিলক্রিস্ট (Adam Gilchrist) কিন্তু অন্য একজনের দিকে চেয়ে রয়েছেন। অস্ট্রেলিয়ার (Australia) তিনবারের বিশ্বকাপ জয়ী উইকেটকিপারের মতে আসন্ন কাপ যুদ্ধে নজর কাড়তে পারেন শুভমান গিল (Shubman Gill)।

Advertisement

গিলক্রিস্ট বলেন, “আমার মতে শুভমান কমপ্লিট ব্যাটার। আর তাই সব ফরম্যাটে শুভমান দাপটের সঙ্গে রান করছে। ভারতীয় দলের ব্যাটিং লাইনআপ দেখার মতো। বিরাট কোহলি, রোহিত শর্মার সঙ্গে রয়েছে লোকেশ রাহুল, হার্দিক, জাদেজার মতো ব্যাটাররা। এদের সঙ্গে শুভমান জুড়ে গিয়েছে। তাই আমার মতে ভারতের ব্যাটিং এবার সেরা।”

[আরও পড়ুন: বিশ্বকাপের দশদিন আগে ফের ছুটিতে বুমরাহ, বদলে দলে বাংলার পেসার]

দারুণ ছন্দে রয়েছেন। অজিদের বিরুদ্ধে প্রথম ম্যাচে অর্ধ শতরানের পর ব্যাট দেখাচ্ছেন শুভমান। ছবি: টুইটার

এরপর তিনি ফের যোগ করেন, “শুভমান এমন স্তরের ব্যাটার যে একাই ম্যাচ জেতাতে পারে। তবে সেটা করতে গেলে আরও ধৈর্য দেখাতে হবে। সবচেয়ে বড় কথা হল শুভমান এই মুহূর্তে রোহিত শর্মার ওপেনিং পার্টনার। রোহিত এই মুহূর্তে একদিনের ক্রিকেটে অন্যতম সেরা ওপেনার। এমন একজন অভিজ্ঞ ব্যাটারের সঙ্গে থেকে শুভমান আরও উন্নতি করবে।”

চলতি বছরটা শুভমানের দারুণ কাটছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে নামার আগে, এই তরুণ ওপেনার ইতিমধ্যেই চলতি বছর ১৯টি একদিনের ম্যাচে ১১২৬ রান করে ফেলেছেন। গড় ৭০.৩৭। স্ট্রাইক রেট ১০৪.৮৪। সঙ্গে রয়েছে ৪টি শতরান ও ৫টি অর্ধ শতরান। এদিকে একদিনের কেরিয়ারে ৩৪টি ম্যাচে তাঁর রান ১৮১৩। গড় ৬৪.৭৫। স্ট্রাইক রেট ১০২.৬০। সঙ্গে রয়েছে ৫টি শতরান ও ৯টি অর্ধ শতরান। সর্বাধিক নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০৮ রান। এহেন শুভমানের উপর কাপ যুদ্ধে টিম ম্যানেজমেন্ট ভরসা করে থাকবে সেটা আর বলার অপেক্ষা রাখে না।

[আরও পড়ুন: ‘এসব মানা যায় না’, বাবররা ভারতের ভিসা না পাওয়ায় ক্ষুব্ধ পিসিবির নালিশ আইসিসিকে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement