shono
Advertisement

ICC ODI World Cup 2023: নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে কার কাছে শীর্ষস্থান হারালেন সিরাজ?

বিশ্বজয়ী হওয়ার স্বপ্ন দেখছেন মহম্মদ সিরাজ।
Posted: 08:30 AM Nov 15, 2023Updated: 08:30 AM Nov 15, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই তো কয়েকদিন আগের কথা। চলতি বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) সেমিফাইনালে খেলতে নামার আগেই সুখবরটা পেয়ে গিয়েছিলেন। আইসিসি-র একদিনের ফরম্যাটে (ICC ODI Ranking No 1) সেরা বোলার হয়েছিলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। কিন্তু নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে নামার আগেই টিম ইন্ডিয়ার (Team India) তরুণ পেসার যে শীর্ষস্থান হারাবেন, সেটা কে জানত!

Advertisement

তাঁকে সরিয়ে এবার সিংহাসনে বসলেন দক্ষিণ আফ্রিকার (South Africa) কেশব মহারাজ (Keshav Maharaj)। ৯ ম্যাচে এই বাঁহাতি স্পিনার নিয়েছেন ১৪ উইকেট। এবারের কাপযুদ্ধে ভালো পারফরম্যান্সের সুবাদেই বোলারদের ক্রমতালিকায় এক নম্বর জায়গায় বাঁহাতি স্পিনার। তাঁর রেটিং পয়েন্ট ৭২৬। দ্বিতীয় স্থানে রয়েছেন সিরাজ। তাঁর রেটিং পয়েন্ট ৭২৩।

[আরও পড়ুন: বিশ্বকাপে নয়ে ৯! টিম ইন্ডিয়ার সাফল্যের ‘সিক্রেট’ জানালেন রোহিত]

 

যদিও সেই সময় সিরাজ অকপটে জানিয়ে দিয়েছিলেন যে, শীর্ষ র‍্যাঙ্কিং নয়। তাঁর কাছে বিশ্বকাপ জয়ই হল মুখ্য। প্রতিযোগিতার শুরুর দিকে তাঁকে চেনা আগ্রাসী মেজাজে দেখা যায়নি। পুরনো ছন্দ যেন ফিরে পাচ্ছিলেন না। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে ফর্মে ফিরেছিলেন। ৯ ম্যাচে তাঁর ঝুলিতে এসেছে ১২ উইকেট। সেরা পারফরম্যান্স শ্রীলঙ্কার বিরুদ্ধে। সেই ম্যাচে ১৬ রানে ৩ উইকেট নিয়েছিলেন তিনি।

এদিকে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৬৮৭ রেটিং পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠে এসেছেন জশপ্রীত বুমরাহ। পাঁচ নম্বরে আছেন কুলদীপ যাদব। বাঁহাতি স্পিনারের রেটিং পয়েন্ট ৬৮২। বুমরাহ ও কুলদীপ দু’ধাপ করে এগিয়েছেন। অন্যদিকে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি নেমে গিয়েছেন নবম স্থানে। তাঁর রেটিং পয়েন্ট ৬৫০। তৃতীয় স্থানে রয়েছেন ৯ ম্যাচে সর্বাধিক ২২ উইকেট নেওয়া অ্যাডাম জাম্পা।

সিরাজ শীর্ষস্থান খোয়ালেও, ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে সবার উপরে রয়েছেন শুভমান গিল। চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে বিরাট কোহলি এবং রোহিত শর্মা। অলরাউন্ডারদের ক্রমতালিকায় ১০ নম্বরে রয়েছেন রবীন্দ্র জাডেজা। তবে বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স খারাপ হলেও, এক নম্বর জায়গা ধরে রেখেছেন শাকিব আল হাসান।

[আরও পড়ুন: ‘১৯ নভেম্বরের পরে ভাবব’, শেষ চারের লড়াইয়ের আগে কেন এমন বললেন রোহিত?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement