নব্যেন্দু হাজরা: হাতে আর মাত্র কয়েক ঘন্টা। আগামী ৫ নভেম্বর ইডেন গার্ডেন্সের (Eden Gardens) বাইশ গজে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা (IND vs SA)। লিগ টেবলের এক ও দুই নম্বরে থাকা দুই দলের ম্যাচ দেখতে মুখিয়ে রয়েছে অগণিত ক্রিকেটপ্রেমীরা। এরমধ্যে আবার সেদিন বিরাট কোহলির (Virat Kohli) ৩৫তম জন্মদিন। এমন জমজমাট লড়াই দেখতে মাঠে ভিড় জমাতে চলেছেন ক্রীড়াপ্রেমী দর্শকরা। কলকাতা ও আশেপাশের জেলাগুলিতে বসবাসকারীদের সুবিধার কথা মাথায় রেখে ৫ নভেম্বরের রাতে এসপ্ল্যানেড স্টেশন থেকে ছাড়বে বিশেষ মেট্রো। উত্তর-দক্ষিণ শাখার জন্য এই বিশেষ মেট্রো পরিষেবা ঘোষণা করা হয়ছে।
বিশ্বকাপের ম্যাচের জন্য স্পেশাল মেট্রো সার্ভিস
ম্যাচ শেষ হতে রাত হয়ে যেতে পারে। যাঁরা নিজেদের গাড়ি নিয়ে আসবেন, তাঁরা ম্যাচের পর খুব সহজেই বাড়ি ফিরে যেতে পারবেন। কিন্তু যাঁরা গণপরিবহণ বা পাবলিক ট্রান্সপোর্টে আসবেন, তাঁরা বাড়ি ফেরা ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে পারেন। অনেকে তো আবার বাড়ি ফেরার তাড়ায় ম্যাচ শেষের আগেই স্টেডিয়াম ছাড়ার পরিকল্পনা করেছেন। এই পরিস্থিতিতে দর্শকদের কথা মাথায় রেখেই বিশেষ পরিষেবা ঘোষণা করল কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। শুক্রবার মেট্রোর তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।
[আরও পড়ুন: টিকিটের কালোবাজারি রুখতে সক্রিয় কলকাতা পুলিশ, ইডেনের সামনে বিক্ষোভ কংগ্রেসের]
রাতে ছাড়বে ২টি মেট্রো
কলকাতা মেট্রো জানাচ্ছে, ম্যাচের দিন রাতে ২টি বিশেষ সার্ভিস দেওয়া হবে। ২টি মেট্রোই ছাড়বে ইডেন গার্ডেনের নিকটবর্তী এসপ্ল্যানেড স্টেশন থেকে। এক্ষেত্রে রাত্রি ১০টা ৪৫ মিনিটে এসপ্ল্যানেড থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে ছাড়বে একটি মেট্রো। সেটি দক্ষিণেশ্বরে পৌঁছবে রাত ১১টা ১৮ মিনিটে। আবার এসপ্ল্যানেড থেকে কবি সুভাষের উদ্দেশ্যে ছাড়বে আরও একটি মেট্রো। সেটিও ১০টা ৪৫ মিনিটে এসপ্ল্যানেড থেকে ছেড়ে ১১টা ১৮ মিনিটে পৌঁছবে কবি সুভাষ মেট্রো স্টেশনে। বিশেষ পরিষেবা পাওয়া দর্শকরা নিশ্চিন্তে ম্যাচ উপভোগ করতে পারবে বলেই মনে করছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ।
এর আগেও বিভিন্ন বিশেষ দিনে স্পেশাল সার্ভিস দিয়েছে মেট্রো। যেমন আইএসএল-এ যুবভারতীতে মোহনবাগান বা ইস্টবেঙ্গলের ম্যাচ থাকলে রাতের দিকে বিশেষ মেট্রো চালাতে দেখা গিয়েছে। এছাড়া পুজোর আগে অর্থাৎ, সেই কেনাকাটার সময় থেকে বিশেষ পরিষেবা দিতে শুরু করে মেট্রো রেল। পুজোর সময়ও তা জারি ছিল। পঞ্চমী থেকেই দেওয়া হয় স্পেশাল সার্ভিস। আর সপ্তমী, অষ্টমী ও নবমীর দিন তো রাতভর চলে মেট্রো। আর পুজোর সময় মেট্রো ব্যবহার করেন রেকর্ড সংখ্যাক যাত্রী। অর্থাৎ পুজোয় মেট্রোর সার্ভিসে যে মানুষ বিশেষভাবে উপকৃত হয়েছেন তা আর বলার অপেক্ষা রাখে না। এবার বাইশ গজের যুদ্ধের লড়াই দেখে ফেরার সময় এই পরিষেবা ব্যবহার করা যাবে।