shono
Advertisement

Breaking News

Virat Kohli: ‘বিরাট বিশ্বকাপ জেতালে ওকে কাঁধে তুলে ঘুরে বেড়াব’, অকপটে জানালেন বীরেন্দ্র শেহওয়াগ

বড় রান করতে মরিয়া বিরাট কোহলি।
Posted: 04:26 PM Oct 03, 2023Updated: 04:27 PM Oct 03, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর বয়স ৩৪। বাইশ গজের যুদ্ধে তিনি ফর্মের তুঙ্গে রয়েছেন। এই মুহূর্তে শুধু ক্রিকেট দুনিয়া নয়, বিশ্ব ক্রীড়া জগতেও তিনি সুপার ফিটদের মধ্যে একজন। তিনি এক ও অদ্বিতীয় বিরাট কোহলি (Virat Kohli)। তবে এহেন ‘কিং কোহলি’-কে (King Kohli) অদ্ভুত এক উপদেশ দিলেন বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag)। টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন ওপেনারের দাবি, রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে ভারতকে এবার ঘরের মাঠে বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) জিততে হলে, বিরাটকে অনেক বড় দায়িত্ব নিতে হবে।

Advertisement

বীরু বলেন, “মনে করে দেখুন ২০১৯ সালের বিশ্বকাপে বিরাট একটিও শতরান করেনি। তবে আমার বিশ্বাস এবার ও একাধিক শতরান করবে। এবং বিরাট যেমন ফর্মে রয়েছে তাতে ও যদি সর্বোচ্চ স্কোরার হলে তাহলে আমি অবাক হব না। সবচেয়ে বড় কথা হল, আমি বিরাটের হাতে ফের একবার বিশ্বকাপ দেখতে চাই। সেটা হলে ওকে কাঁধে তুলে মাঠ ঘুরে বেড়াব।”

[আরও পড়ুন: গান্ধী-জিন্না ট্রফি শুরু করার আবেদন জানাল পিসিবি, জবাব দেবে বিসিসিআই?]

২০১১, ২০১৫, ২০১৯ সালের পর এবার ২০২৩। এই নিয়ে কেরিয়ারে চতুর্থবার বিশ্বকাপ খেলতে নামছেন ‘কিং কোহলি’। বিশ্বকাপের মঞ্চে তাঁর অভিষেক ঘটেছিল বাংলাদেশের বিরুদ্ধে। সেটা ছিল ২০১১ সাল। সেই ম্যাচে ১১৩ বলে ১০০ রানে অপরাজিত ছিলেন তিনি। গত তিনটি বিশ্বকাপে মোট ২৬টি ম্যাচ খেলেছিলেন। ২৬ ইনিংসে তাঁর রান ১০৩০। গড় ৪৬.৮১। স্ট্রাইক রেট ৮৬.৭০। সঙ্গে রয়েছে ২টি শতরান ও ৬টি অর্ধ শতরান। সর্বোচ্চ ১০৭ রান পাকিস্তানের বিরুদ্ধে ২০১৫ সালের বিশ্বকাপে। অ্যাডিলেডে এসেছিল সেই শতরান। এবার তাঁর ব্যাট থেকে কতগুলো শতরান দেখা যায় সেটাই দেখার।

অন্য দিকে ২৮১টি একদিনের ম্যাচে বিরাট ১৩০৮৩ রান করেছেন। গড় ৫৭.৩৮। স্ট্রাইক রেট ৯৩.৭৮। সঙ্গে রয়েছে ৪৭টি শতরান ও ৬৬টি অর্ধ শতরান। এহেন বিরাট কি তাঁর আইডল শচীন তেন্ডুলকরের সর্বাধিক ৪৯টি শতরানের রেকর্ড এবারের কাপ যুদ্ধে ভেঙে দিতে পারবেন? সেটা নিয়েও চলছে আলোচনা।

[আরও পড়ুন: কিছুটা সুস্থ হতেই কেদার-বদ্রিতে ঋষভ পন্থ, দিয়ে এলেন পুজো, কবে ফিরবেন দলে?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement