shono
Advertisement

ICC ODI World Cup 2023: বিশ্বকাপে ভরাডুবির জের, বাবরদের মাথায় বসতে পারেন ওয়াকার-আফ্রিদি

পাক ক্রিকেটে বড় বদল ঘটবে?
Posted: 12:36 PM Nov 12, 2023Updated: 12:39 PM Nov 12, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) ভরাডুবির জের। পাকিস্তান (Pakistan) ক্রিকেটের হাল ফেরাতে একাধিক প্রাক্তন তারকা ক্রিকেটারকে বড় দায়িত্ব দিতে পারে পিসিবি (PCB)। বিশেষ সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। এবারের কাপ যুদ্ধে ৯-এর মধ্যে ৫টি ম্যাচ হেরে বিদায় নিয়েছে বাবর আজমের (Babar Azam) দল। স্বভাবতই বাবরের অধিনায়কত্ব প্রশ্নের মুখে পড়েছে। দেশে ফেরার পর বাবরের নেতৃত্ব চলে যেতে পারে কিনা সেটাই দেখার।

Advertisement

পাকিস্তান ক্রিকেট যে ডামাডোলের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা আর নতুন ভাবে বলার অপেক্ষা রাখে না। এমন পরিস্থিতিতে শোনা যাচ্ছে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে ওয়াকার ইউনিস (Waqar Yunis)-শাহিদ আফ্রিদির (Shahid Afridi) মতো প্রাক্তনকে বড় দায়িত্ব দেওয়া হতে পারে।

[আরও পড়ুন: রোহিতের নিঃস্বার্থ অধিনায়কত্বই বিশ্বকাপে ব্রহ্মাস্ত্র নীল জার্সির]

ওয়াকার-আফ্রিদির পাশাপাশি আরও কিছু নাম উঠে এসেছে। এমনকি ইউনিস খান, আকিব জাভেদ, আজহার আলির নামও ভেসে বেড়াচ্ছে। বিশ্বকাপের পর বাবররা দেশে ফেরার পরেই তাদের সঙ্গে আলোচনায় বসবে পাক ক্রিকেট বোর্ড। বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বাবর আজম নিজেই অধিনায়কত্ব ছেড়ে দেবেন কিনা তাঁকে ছেঁটে ফেলা হবে, সেটা পিসিবি-র আলোচনায় ঠিক হতে পারে।

শোনা যাচ্ছে পাকিস্তান দলের প্রধান নির্বাচক, ডিরেক্টর অফ ক্রিকেট এবং কোচিং স্টাফে বড়সড় রদবদল আসতে চলেছে। একাধিক সূত্রের দাবি, কোচের তালিকায় শোয়েব মালিকের নামও রয়েছে। তাঁকে নাকি জাতীয় টি-টোয়েন্টি দলের দায়িত্বও দেওয়া হতে পারে। এর আগে ওয়াকার ইউনিস এর আগে দুবার পাক জাতীয় দলের হেড কোচের দায়িত্ব পালন করেছেন। আফ্রিদিও এর আগে জাতীয় দলের মুখ্য নির্বাচক পদ সামলেছিলেন।

[আরও পড়ুন: ICC World Cup 2023: নেদারল্যান্ডসের বিরুদ্ধে এই ৪ রেকর্ডে নজর রোহিত-বিরাটদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement