shono
Advertisement

ICC ODI World Cup 2023: ইংল্যান্ডকে হারিয়ে ‘ছয়ে ছয়’ করলেও ব্যাটারদের উপর বেজায় চটে রোহিত! কিন্তু কেন?

জিতলেও খুশি নন রোহিত।
Posted: 10:55 PM Oct 29, 2023Updated: 10:55 PM Oct 29, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি একদিনের ক্রিকেটের ‘বেতাজ বাদশা’। ৩১টি শতরানের মধ্যে রয়েছে তিনটি দ্বিশতরান। হ্যাঁ রোহিত শর্মার (Rohit Sharma) কথা বলা হচ্ছে। তবুও লখনউয়ের একানা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০১ বলে ৮৭ রান যেন সেই তিনটি দ্বিশতরানের চেয়েও মূল্যবান। প্রখ্যাত সঞ্চালক হর্ষ ভোগলে ম্যাচের সেরা টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ককে সেই প্রশ্নটা দিয়ে শুরুটা করেছিলেন। তবে ‘টিমম্যান’ রোহিত নিজের ইনিংস নিয়ে বাড়তি কথা বলতে চাইলেন না। বরং বরাবরের মতো এবারও তাঁর মুখে দলের জয়গান।

Advertisement

রোহিত বলেন, “প্রথম ১০ ওভারে আমাদের অবস্থা মোটেও ভালো ছিল না। খেলায় টিকে থাকার জন্য একটা জুটি গড়ার খুব দরকার ছিল। কারণ এই পিচে ব্যাট করা বেশ কঠিন। আমাদের কাছে চ্যালেঞ্জিং পিচ ছিল। তবে যত ইনিংস এগিয়েছে এই পিচে ব্যাট করা সহজ হয়ে গিয়েছিল। তাই জিতে ভালোই লাগছে।” এর পরেই লোকেশ রাহুলের সঙ্গে জুটির প্রসঙ্গে যোগ করেন, “এই পিচে ব্যাট করার জন্য অভিজ্ঞতা দরকার। শুধু ক্রিজে গিয়ে ব্যাট চালালেই চলবে না। পিচের অবস্থা ও খেলার পরিস্থিতিও বোঝা খুব দরকার। সেটা মাথায় রেখেই লোকেশ রাহুলের সঙ্গে জুটি বেঁধেছিলাম। তবুও আমার মনে হয় আমরা অন্তত ২০-৩০ রান কম করেছি।”

[আরও পড়ুন: শামি-বুমরাহদের আগুনে বোলিংয়ে জোড়া হারের বদলা, ইংল্যান্ডকে ছিটকে দিয়ে শেষ চারে টিম ইন্ডিয়া]

এদিন বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) নিজেদের মরণ-বাঁচন ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন জস বাটলার (Jos Butteler)। এই প্রথমবার চলতি বিশ্বকাপে রান তাড়া করার বদলে প্রথমে ব্যাট করে ভারতীয় দলকে বোর্ডে রান খাড়া করতে হত। তবে শুরুটা একেবারেই ভাল করতে পারিনি টিম ইন্ডিয়া। স্লো পিচে এদিন খালি হাতে ফিরে গিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। শুভমান গিল (Shubman Gill) ফিরলেন ৯ রানে। শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) আবার শর্ট বলে বিদ্ধ হয়ে ফিরলেন ৪ রানে। ফলে মাত্র ৪০ রানে চলে গিয়েছিল ৩ উইকেট। সেখান থেকে লোকেশ রাহুলকে নিয়ে লড়লেন হিটম্যান। চতুর্থ উইকেটে দুজন যোগ করলেন ৯১ রান। ৬৬ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন রোহিত। তবে ঠিক যখন মনে হচ্ছিল শুরুর ধাক্কা সামলে ভারতীয় দল বড় রানের দিকে এগোচ্ছে, তখনই ৩৯ রানে রাহুলকে ফেরান উইলি। রোহিত বিপক্ষের লেগ স্পিনার আদিল রশিদের বলে আউট হয়ে শতরান হাতছাড়া করেন। এমনকি স্লগ ওভারে দ্রুত রান তুলতে গিয়ে সূর্য কুমার যাদব ৪৯ রানে আউট হন সূর্য। মোক্ষম সময় উইকেট ছুড়ে আসা একেবারেই মেনে নিতে পারছেন না রোহিত।

ব্যাটারদের উপর ক্ষোভ প্রকাশ করে রোহিত বলেন, “এই পিচের ফায়দা তুলে ইংল্যান্ডের বোলাররা দাপট দেখাচ্ছিল। তবে আমরাও কিন্তু ভালো ব্যাট করতে পারিনি। আমি ও দলের বেশ কিছু ব্যাটার উইকেট ছুড়ে এসেছি। বিশ্বকাপের মঞ্চে এটা মোটেই কাম্য নয়। জানি রোজ এমন ব্যাটিং বিপর্যয় ঘটবে না। তবে আমাদের সজাগ থাকতে হবে। কারণ আগামী কয়েক দিন আমাদের আরও কয়েকটা কঠিন ম্যাচ খেলতে হবে।”

হাতে মাত্র ২২৯ রানের পুঁজি। আধুনিক ক্রিকেটে এই রান চেজ করে বিপক্ষের জিতে যাওয়া জলভাতের মতো ব্যাপার। তবে মহম্মদ শামি-জশপ্রীত বুমরাহের আগুনে বোলিংয়ের দাপটে এল ১০০ রানে জয়। স্বভাবতই বোলারদের প্রশংসায় পঞ্চমুখ হিটম্যান।

[আরও পড়ুন: শূন্যতে ফিরে ‘আইকন’ শচীনের কোন রেকর্ডে ভাগ বসালেন বিরাট?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement