shono
Advertisement
T-20 World Cup 2024

প্রকাশিত টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং, কারা গাইলেন?

ভিডিওতে রয়েছেন কোন তারকারা?
Posted: 01:43 PM May 03, 2024Updated: 02:08 PM May 03, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T-20 World Cup 2024) বল গড়াতে আর মাস খানেক বাকি। প্রকাশিত হয়ে গেল মেগা ইভেন্টের থিম সং, 'আউট অফ দিস ওয়ার্ল্ড'। টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং গেয়েছেন শন পল এবং কেস।
থিম সংয়ে দেখানো হয়েছে বেলাভূমিতে ক্রিকেটে মেতে উঠেছেন অল্প বয়সিরা। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি তারকারা তাঁদের ছেলেবেলায় এই সমুদ্রসৈকতেই ব্যাট-বল নিয়ে নেমে পড়তেন। ক্রিকেটই ছিল তাঁদের জীবন। শয়নে, স্বপনে এবং জাগরণে ছিল ক্রিকেট, ক্রিকেট আর ক্রিকেট। 

Advertisement

[আরও পড়ুন: মনমরা রিঙ্কুকে দাদার মতো পেপ টক রোহিতের! ভার‍ত অধিনায়কের প্রশংসা নেটদুনিয়ায়]

থিম সংয়ে তুলে ধরা হয়েছে সমুদ্র সৈকতের সেই ক্রিকেটকে। বিরাট কোহলির ছক্কা মারার পরের ফলো থ্রু দেখানো হয়েছে থিম সংয়ের শুরুতেই। 

 

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ক্রিস গেল, কিংবদন্তি জামাইকান স্প্রিন্টার উসেইন বোল্ট। এই দুই তারকাকেই গানের ছন্দে কোমর দোলাতে দেখা গিয়েছে। রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার শিবনারায়ণ চন্দ্রপল, স্টেফানি টেলর, আলি খানরা।
থিম সংয়ের নাম দেওয়া হয়েছে, 'আউট অফ দিস ওয়ার্ল্ড'। এক মাস পরেই শুরু হচ্ছে বহির্বিশ্বের সেই মেগা ইভেন্ট। ব্যাট-বলের দ্বৈরথের সুরটাই বেঁধে দিলেন শন পল এবং কেস।

[আরও পড়ুন: ওয়াংখেড়েতে রোহিত যেন গৃহকর্তা, হিটম্যানের নাইট বরণের ভিডিও ভাইরাল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের (T-20 World Cup) বল গড়াতে আর মাস খানেক বাকি।
  • প্রকাশিত হয়ে গেল মেগা ইভেন্টের থিম সং, 'আউট অফ দিস ওয়ার্ল্ড'।
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং গেয়েছেন শন পল এবং কেস।
Advertisement