shono
Advertisement

মাথায় বৃষ্টির ভ্রূকুটি, নেদারল্যান্ডস ম্যাচে ভারতের একমাত্র ভয় সিডনির আবহাওয়াই

Posted: 09:21 AM Oct 27, 2022Updated: 09:21 AM Oct 27, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গ্রুপের মহাগুরুত্বপূর্ণ ম‌্যাচ। তার আগে নিজেদের ব‌্যাটিং শক্তি ঝালিয়ে নিতে আরও একটা ম‌্যাচ পেয়ে যাচ্ছে রোহিত শর্মার (Rohit Sharma) ভারত। আজ নেদারল‌্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ম‌্যাচে।

Advertisement

ক্রিকেটে নেদারল‌্যান্ডস আর ভারতের মধ‌্যে ঠিক ততটাই পার্থক‌্য, যতটা ফুটবলে ভারত আর নেদারল‌্যান্ডসের মধ‌্যে! একমাত্র বৃষ্টি হয়ে পয়েন্ট ভাগাভাগি না হলে অঘটনের সম্ভাবনা কেউ তেমন দেখছেন না। অস্ট্রেলিয়ার সবচেয়ে বিশ্বস্ত হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা আছে কিছুটা। শতাংশ বিচারে বৃষ্টির সম্ভাবনা চল্লিশ। সেটাই ভাবাচ্ছে ভারতীয় দলকে (Team India)। সিডনিতে এদিন সকাল থেকেই আকাশের মুখভার। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচে বৃষ্টি বাদ সেধেছে। স্বাভাবিকভাবেই চিন্তায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

[আরও পড়ুন: ‘বিরাট রোজ জেতাবে না’, নেদারল্যান্ডস ম্যাচের আগে দুই তারকাকে তুলোধোনা প্রাক্তনীর]

বৃষ্টি হলে এক রকম। নইলে ভারতীয় ব‌্যাটারদের সামনে রাস্তা খোলা থাকবে নিজেদের ফর্ম ফিরে পাওয়ার। এখানে বলে রাখা যাক, টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC T-20 World Cup) উদ্বোধনী ম‌্যাচে একা বিরাট কোহলি (Virat Kohli) নিজস্ব দক্ষতায় ম‌্যাচ জিতিয়ে দিয়েছিলেন ভারতকে। কিন্তু ভারতীয় টপ অর্ডার মোটেই সুবিধে করতে পারেনি সে দিন। কেএল রাহুল (KL Rahul). রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, কেউ বলার মতো রান পাননি। আর রবিবার যাদের মহড়া নিতে হবে ভারতীয় টিমকে, সেই দক্ষিণ আফ্রিকার বোলিং লাইন আপ যথেষ্ট শক্তিশালী। কাগিসো রাবাডা, আনরিখ নখিয়া, ওয়েন পার্নেলরা আছেন।

[আরও পড়ুন: ক্রিকেটের জয়! বিদ্বেষ ভুলে একসঙ্গে নাচ অজস্র ভারত-পাক সমর্থকের, ভাইরাল ভিডিও]

প্রাক্ ম‌্যাচ যুদ্ধে ভারতীয় বোলিং কোচ পারস মামরেকে আবার ডেথ বোলিং নিয়ে প্রশ্নের মুখে পড়তে হল। পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় বোলাররা শুরুটা দুর্ধর্ষ করলেও ডেথে মার খেয়ে যান। শেষ তিন ওভারে ৩৪ তোলে পাকিস্তান। সেটাও সাত উইকেট পড়ে যাওয়ার পর। যদিও মামরে ভারতীয় বোলারদের পাশেই দাঁড়ালেন। বললেন, ‘‘ডেথে শুধু আমাদের বোলাররা মার খায়নি। সব টিমের বোলাররাই ডেথে রান দিয়ে ফেলছে। ব‌্যাপারটা চ‌্যালেঞ্জিং। কিন্তু ডেথে কারা কারা বোলিং করবে, সেটা আমরা ভেবে বার করে ফেলেছি,’’ বলে দিয়েছেন মামরে। দেখা যাক, ডেথ বোলিং আর টপ অর্ডার সমস‌্যার সমাধান আজ হয় কি না?

আজ টি-টোয়েন্টি বিশ্বকাপে
ভারত বনাম নেদারল‌্যান্ডস, সিডনি, দুপুর ১২.৩০
স্টার স্পোর্টস

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement