সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেমিফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে এক দশক বাদে টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত। ২০১৪ সালে ফাইনালে অল্পের জন্য অধরা থেকে গিয়েছিল বিশ্বচ্যাম্পিয়নের খেতাব। শনিবার সেই আক্ষেপ মিটিয়ে নেওয়ার লক্ষ্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার রাতে সেমিতে ইংল্যান্ডকে হারানোর ম্যাচে একাধিক নজির গড়েছেন টিম ইন্ডিয়ার তারকারা। জয়ের অন্যতম কারিগর অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) নামের পাশেই জুড়ে গিয়েছে দুটি রেকর্ড।
ইংল্যান্ডের বিরুদ্ধে ২টি ছক্কা মেরে টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20 World Cup) নয়া মাইলফলক স্পর্শ করেছেন রোহিত। ২০ ওভারের বিশ্বকাপে তাঁর ছক্কার সংখ্যা ৫০টি। ক্রিস গেইলের পর দ্বিতীয় ক্রিকেটার হিসাবে এই নজির গড়লেন রোহিত। টি-২০ বিশ্বকাপে গেইলের ছক্কার সংখ্যা ৬৩। এর পাশাপাশি অধিনায়ক হিসাবেও নজির গড়েছেন রোহিত। একমাত্র ভারত অধিনায়ক হিসাবে টি-২০ বিশ্বকাপের নকআউট পর্বে অর্ধশতরান করলেন হিটম্যান।
[আরও পড়ুন: ‘এটা বিশ্বকাপের পিচই নয়’, হারের পর আইসিসিকে নিশানা আফগান কোচের]
চলতি বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় রোহিত উঠে এসেছেন তৃতীয় স্থানে। ৭ ম্যাচে তাঁর সংগ্রহ ২৪৮ রান। তাঁর উপরে রয়েছেন ট্রাভিস হেড। ৭ ম্যাচে তিনি করেছেন ২৫৫ রান। তালিকায় এক নম্বরে আফগান ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ। ৮ ম্যাচে তিনি করেছেন ২৮১ রান।
[আরও পড়ুন: কলকাতায় ছাংতে! জাতীয় দলের তারকা কি মোহনবাগানে? প্রকাশ্যে আসল তথ্য]
রোহিত ছাড়াও এদিন রেকর্ড গড়েছেন একাধিক ভারতীয় তারকা। ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের অন্যতম সূত্রধার কুলদীপ যাদব (Kuldeep Yadav) এদিনই টি-২০ ক্রিকেটে ২০০ উইকেটের গণ্ডি পেরিয়েছেন। এদিন মাত্র ১৯ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন তিনি। বিশ্বকাপে মাত্র ৪ ম্যাচ খেলে ১১ উইকেট দখল করেছেন টিম ইন্ডিয়ার রহস্য স্পিনার। এর বাইরে রেকর্ডবুকে নাম তুলেছেন সেমিফাইনালের ম্যাচের সেরা অক্ষর প্যাটেলও। টুর্নামেন্টের ৫০০ তম ছক্কাটি তাঁর ব্যাট থেকেই এসেছে।