shono
Advertisement
ICC T20 World Cup 2024

সল্ট-বেয়ারস্টো জুটিতে ক্যারিবিয়ান বধ, সহজ জয় দিয়ে সুপার এইট শুরু ইংল্যান্ডের

আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারালেন বাটলাররা।
Published By: Subhajit MandalPosted: 09:19 AM Jun 20, 2024Updated: 11:26 AM Jun 20, 2024

ওয়েস্ট ইন্ডিজ: ১৮০-৪ (চার্লস ৩৮, পুরান ৩৬)
ইংল্যান্ড: ১৮১-২ (ফিল সল্ট ৮৭, জনি বেয়ারস্টো ৪৮)
ইংল্যান্ড ৮ উইকেটে জয়ী।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের শুরুটা হয়েছিল খুঁড়িয়ে খুঁড়িয়ে। এমনকী সুপার এইটে ওঠা নিয়েও একটা সময় বড়সড় প্রশ্নচিহ্ন উঠে গিয়েছিল। কিন্তু নক আউট পর্বের শুরুতেই নিজেদের জাত চিনিয়ে দিল ইংল্যান্ড। প্রাক্তন টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়নরা সুপার এইটের শুরুটা করল সহজ জয় দিয়ে। বৃহস্পতিবার আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারালেন বাটলাররা।

Advertisement

সেন্ট লুসিয়ায় টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে (West Indies) ব্যাট করতে পাঠান বাটলার। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮০ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের হয়ে একাধিক ব্যাটার শুরুটা ভালো করলেও এদিন কেউই বড় রান পাননি। যার জেরে যে রানটা ২০০-র উপরে হতে পারত, সেটা থেমে যায় ১৮০-তে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন চার্লস। নিকোলাস পুরান এবং রভম্যান পওয়েল করেন ৩৬ রান করে।

[আরও পড়ুন: ভোটে ধাক্কার পরেই ‘অন্নদাতা’দের কল্যাণ মোদির! ১৪ শস্যের MSP বাড়াল কেন্দ্র

চলতি বিশ্বকাপে (ICC T20 World Cup 2024) এমনিতে রানের খরা থাকলেও সেন্ট লুসিয়ার পিচ ব্যতিক্রম। সেখানে এই ১৮১ রানের টার্গেট বিরাট কিছু নয়। সম্ভবত সেকারণেই শুরু থেকেই মারমার কাটকাট ভঙ্গিতে খেলা শুরু করে ইংল্যান্ড। কেকেআর ব্যাটার ফিল সল্ট কার্যত একাই ওয়েস্ট ইন্ডিজের সব সম্ভাবনা শেষ করে দেন। মাত্র ৪৭ বলে ৮৭ রানের ইনিংস খেলেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গত করেন জনি বেয়ারস্টো। তিনি করেন ২৬ বলে ৪৮ রান। ফলে দুই উইকেট হারিয়ে ১৫ বল বাকি থাকতেই টার্গেট পৌঁছে যায় ইংল্যান্ড।

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রী থেকে বিরোধী দলনেতা, আড়াই দশক পর ওড়িশায় ‘কুরসি বদল’ নবীন পট্টনায়েকের]

এদিনের জয় শুধু যে ইংল্যান্ডকে (England) দুটি পয়েন্ট এনে দিল তাই নয়, একই সঙ্গে বাটলাররা বুঝিয়ে দিলেন তাঁরাও বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার। টি-২০ ফরম্যাটের অন্যতম সেরা দল ওয়েস্ট ইন্ডিজকে কার্যত একপেশেভাবে উড়িয়ে দিলেন ইংরেজরা। সেমিফাইনালে ওঠার লড়াইয়েও প্রথম পদক্ষেপ করে ফেললেন তাঁরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নক আউট পর্বের শুরুতেই নিজেদের জাত চিনিয়ে দিল ইংল্যান্ড।
  • প্রাক্তন টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়নরা সুপার এইটের শুরুটা করল সহজ জয় দিয়ে।
  • বৃহস্পতিবার আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারালেন বাটলাররা।
Advertisement