সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ফের বিশ্বজয়ীর শিরোপা উঠেছে টিম ইন্ডিয়ার মাথায়। ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে এখন বিশ্বচ্যাম্পিয়ন ভারত। ফাইনাল জয়ের পর অধিনায়ক রোহিত শর্মা বলছিলেন, "আজকের এই সাফল্য একদিনের নয়। এর নেপথ্যে রয়েছে ৩-৪ বছরের পরিশ্রম। দীর্ঘদিনের পরিকল্পনা।" অকপটে ভারত অধিনায়ক মেনে নিয়েছেন, এই ৩-৪ বছর বহু কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে টিম ইন্ডিয়াকে (Team India)।
কিন্তু সেই কঠিন সময় পেরিয়ে কীভাবে এল সাফল্যে? এর নেপথ্যে রয়েছে টিম ম্যানেজমেন্টের কঠোর ৩ সিদ্ধান্ত। যা নিয়ে বিস্তর লেখালেখি হয়েছে। চরমে উঠেছে বিতর্ক। কী সেগুলি?
১। চার স্পিনার: আমেরিকা-ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বিশ্বকাপ (ICC T20 World Cup 2024)। অথচ ১৫ সদস্যের ভারতীয় দলে ৪ জন স্পিনার। অবশ্য তাঁদের মধ্যে রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল ব্যাট হাতেও যথেষ্ট সাবলীল। আর বাকি দুজন কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চাহাল রিস্ট স্পিনার। অনেকেই প্রশ্ন তুলছিলেন উপমহাদেশের বাইরে চারজন স্পিনার খেলানোর যুক্তিটা ঠিক কী? একজন স্পিনারকে বসিয়ে বাড়তি এক পেসার বা ব্যাটার নিয়ে যাওয়া যেত না কি? কিন্তু টিম ম্যানেজমেন্ট নিজেদের সিদ্ধান্তে অনড় ছিল। রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়রা জানতেন ক্যারিবিয়ান পিচের আর আগের সেই জৌলুস নেই। সেখানে পেসাররা যতটা ভয়ংকর হতে পারেন, তার চেয়ে বেশি ভয়ংকর হতে পারেন স্পিনাররা। বিশ্বকাপের সুপার এইট থেকে ধারাবাহিকভাবে তিন স্পিনার খেলিয়েছে ভারত। আর তাতে সাফল্যও এসেছে। ফাইনাল বাদ দিলে সুপার এইট এবং সেমিফাইনালে জয়ের কারিগর স্পিনাররাই। গ্রুপ পর্বেও ভারতকে ম্যাচ জিতিয়েছেন স্পিনাররা।
[আরও পড়ুন: কোপায় জয়ের হ্যাটট্রিক, অপরাজিত থেকে নকআউটে আর্জেন্টিনা]
২। শিবম দুবে: বিশ্বকাপের দলে তাঁকে নেওয়া নিয়েই বিতর্ক ছিল। খুব সঙ্গতভাবে প্রশ্ন উঠছিল রিঙ্কু সিংয়ের মতো আন্তর্জাতিক স্তরে পরীক্ষিত ব্যাটারকে বসিয়ে শিবম দুবে কেন? কিন্তু রোহিত শর্মা চাইছিলেন বাড়তি বোলিং বিকল্প। তাছাড়া স্পিনারদের বিরুদ্ধে অল্প সময়ে রান তুলে দেওয়ার ক্ষমতা আছে দুবের। সেটাকেও ব্যবহার করতে চাইছিলেন ভারত অধিনায়ক। গ্রুপ পর্বে তাতে বিশেষ সাফল্য আসেনি। দু'একটি টুকরো সাফল্য ছাড়া দুবে সেভাবে ফাইনালের আগে সাফল্য পাননি। দাবি উঠছিল দুবেকে বসিয়ে জয়সওয়াল বা সঞ্জু স্যামসনকে খেলিয়ে দেওয়ার। কিন্তু টিম ম্যানেজমেন্ট ভরসা রেখেছিল দুবের উপরই। ফাইনালে সেই ভরসার মর্যাদা রাখলেন তিনি। চাপের মুখে ১৬ বলে ২৭ রানের ইনিংসটা বহুমূল্য।
[আরও পড়ুন: অপ্রতিরোধ্য জার্মানি, ডেনমার্ককে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মুসিয়ালারা]
৩। ওপেনার বিরাট: টি-২০ ক্রিকেটে ইদানিং বিরাট কোহলি ওপেন করছেন বটে, কিন্তু এবারের বিশ্বকাপের আগে সেভাবে আন্তর্জাতিক ক্রিকেটে কোহলিকে (Virat Kohli) ওপেনার হিসাবে পরীক্ষা দিতে হয়নি। এবারের বিশ্বকাপের শুরু থেকেই ওপেন করে আসছেন কিং কোহলি। সাফল্য আসছিল না। ফাইনালের আগে একেবারেই ছন্দে ছিলেন না। কেন ৩ নম্বরের বাদশাহ বিরাটকে ওপেন করানো হচ্ছে, সমালোচনায় বিদ্ধ হতে হয়েছে অধিনায়ক-কোচকে। কিন্তু রোহিতরা ভরসা হারাননি। ফাইনালের আগেও ভারত অধিনায়ক প্রত্যয়ের সঙ্গে বলেছিলেন ফাইনালে ভালো খেলবেন কোহলি। হলও তাই। ফাইনালের মেগা মঞ্চে ৭৬ রানের ওই ইনিংস লেখা থাকবে ক্রিকেট ইতিহাসের পাতায়। যা জিতিয়ে দিল টিম ইন্ডিয়াকে।