shono
Advertisement
ICC T20 World Cup Final 2024

মৃত্যুমুখ থেকে বিশ্বচ্যাম্পিয়ন, পন্থ বোঝালেন, 'এভাবেও ফিরে আসা যায়'

ব্যাট হাতে নিজের সেরাটা না দিতে পারলেও পন্থের উপস্থিতি নতুন দিগন্ত খুলে দিয়েছে ভারতীয় শিবিরে।
Published By: Subhajit MandalPosted: 02:11 AM Jun 30, 2024Updated: 01:01 PM Jun 30, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২২ সালের ৩০ ডিসেম্বর। গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন ঋষভ। তারপর জীবন-মৃত্যুর মধ্যে চলেছে দীর্ঘ লড়াই। একটা সময় হাঁটতে পারতেন না। জনসমক্ষে আসতে ভয় পেতেন। আদৌ মাঠে ফিরতে পারবেন তো? সংশয় কুরে কুরে খেয়েছে তাঁকে। সেই ঋষভ পন্থ আজ বিশ্বচ্যাম্পিয়ন। রোহিত-বিরাটদের দলের বেপরোয়া ব্যাটারের মাথায় উঠল বিশ্বজয়ের খেতাব।

Advertisement

দেড় বছর আগের সেই দুর্ঘটনা অনেক কিছু শিখিয়েছে পন্থকে। মৃত্যুমুখ থেকে ফিরে এসেছেন তিনি। শিখেছেন লড়াই করতে।  ওই দুর্ঘটনার পর নিজের মুখেই বলেছিলেন, "লোকে আমাকে হুইলচেয়ারে বসে থাকতে দেখবেন, সেটা ভাবলেই ঘাবড়ে যেতাম। টানা দু-মাস দাঁত পর্যন্ত মাজতে পারিনি। আর গত ছয় মাস অসহ্য শারীরিক যন্ত্রণার সঙ্গে আমাকে লড়াই করে যেতে হয়েছে।" তবে সে লড়াই শুধু শারীরিক যন্ত্রণার বিরুদ্ধে নয়। লড়াই ছিল মানসিক যন্ত্রণার বিরুদ্ধেও। লড়াইটা জিতে গিয়েছেন ঋষভ পন্থ।

[আরও পড়ুন: মানুষ পাঠানোর আগে চাঁদ থেকে আনা হবে পাথর, নয়া অভিযান ঘোষণা ইসরোর]

হয়তো বিশ্বকাপে নিজের সেরাটা দিতে পারেননি। পুরনো পন্থের ঝলক দেখা গেলেও ধারাবাহিকতার অভাব চোখে পড়েছে। কিন্তু পন্থ তো বরাবরই এমন। তিনি দলে থাকলে মাতিয়ে রাখেন গোটা ড্রেসিংরুম। উইকেটের পিছনে থেকে তাতিয়ে রাখেন বোলারদের। এবারেও সেটা করেছেন। বহুবার দেখা গিয়েছে বোলারদের পরামর্শ দিতে। বিশ্বকাপে নেমে নজিরও গড়েছেন তিনি। এক বিশ্বকাপে (ICC T20 World Cup 2024) সবচেয়ে বেশি উইকেটে ভূমিকা রয়েছে টিম ইন্ডিয়ার উইকেটরক্ষকের। আগে এই রেকর্ড ছিল অ্যাডাম গিলখ্রিস্টের দখলে। 

[আরও পড়ুন: ভুয়ো ভিসায় দক্ষিণ কোরিয়া! মুম্বই পুলিশের জালে চক্রের পাণ্ডা নৌসেনা কর্তা]

আর ব্যাটিং বিভাগে তাঁর উপস্থিতি নতুন দিগন্ত খুলে দেয়। বাঁহাতি পন্থ (Rishabh Pant) ব্যাট করেন নির্ভয়ে। বিশ্বকাপের শুরুটা ব্যাট হাতে ভালোই করেছিলেন তিনি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২৬ বলে অপরাজিত ৩৬ রান দিয়ে শুরু করেছিলেন পন্থ। পাকিস্তানের বিরুদ্ধে ২১ বলে ৪২ রান করেছিলেন। আর সুপার ৮-এ আফগানিস্তানের বিরুদ্ধে করেন ২০ রান। পরের দিকে ব্যাট হাতে তেমন সাফল্য না পেলেও পন্থের উপস্থিতি বরাবরই ভরসা জুগিয়েছে টিম ইন্ডিয়াকে (Team India)। আসলে জীবনযুদ্ধে বেঁচে ফেরার যে লড়াই, সেটা উদ্বুদ্ধ করেছে পন্থকে। হয়তো গোটা ভারতীয় দলকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দেড় বছর আগের সেই দুর্ঘটনা অনেক কিছু শিখিয়েছে পন্থকে।
  • হয়তো বিশ্বকাপে নিজের সেরাটা দিতে পারেননি। পুরনো পন্থের ঝলক দেখা গেলেও ধারাবাহিকতার অভাব চোখে পড়েছে।
  • এক বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেটে ভূমিকা রয়েছে টিম ইন্ডিয়ার উইকেটরক্ষকের।
Advertisement