সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট মাঠে কোভিড সংক্রান্ত নিয়মে বড়সড় বদল আনতে চলেছে আইসিসি(ICC)। সূত্র মারফত জানা গিয়েছে, এবার কোভিড পজিটিভ হলেও মাঠে নেমে খেলতে পারবেন আক্রান্ত ক্রিকেটার। প্রসঙ্গত, চলতি বছরেই কমনওয়েলথ গেমসের সময় মহিলাদের ক্রিকেট ম্যাচে খেলতে নেমেছিলেন কোভিড (COVID) পজিটিভ অস্ট্রেলীয় ক্রিকেটার টালিয়া ম্যাকগ্রা। সেই সময় এই ঘটনা নিয়ে বেশ জলঘোলা হয়েছিল। সেই জন্যই নতুন করে কোভিড বিধি নিয়ে ভাবনা চিন্তা করতে চলেছে আইসিসি।
ঠিক কী কী বদল আনা হয়েছে আইসিসির কোভিডের নিয়মে? সূত্র মারফত জানা গিয়েছে, এবার থেকে কোভিড পজিটিভ হলেও মাঠে নেমে খেলতে পারবেন আক্রান্ত ক্রিকেটার। তবে এই ক্ষেত্রে শেষ কথা বলবেন দলের সঙ্গে থাকা ডাক্তার। তিনি যদি মনে করেন, মাঠে নেমে খেলতে পারেন ওই ক্রিকেটার, শুধুমাত্র সেই সময়েই মাঠে নামতে পারবেন আক্রান্ত খেলোয়াড়।
[আরও পড়ুন:অপ্রতিরোধ্য মহমেডান, ভবানীপুরকে হারিয়ে শুরু কলকাতা লিগের সুপার সিক্সের অভিযান]
সেই সঙ্গে জানা গিয়েছে, কোভিড আক্রান্ত খেলোয়াড়ের পরিবর্তে দল যদি অন্য কোনও ক্রিকেটারকে মাঠে নামাতে চায়, সেই অনুমতিও দেওয়া হবে আইসিসির তরফে। কোভিড আক্রান্ত ক্রিকেটারকেও বারবার পরীক্ষা করিয়ে পজিটিভ রিপোর্ট পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে না। আইসোলেশনেও থাকতে হবে না আক্রান্ত ক্রিকেটারকে। আইসিসির আগের নিয়ম অনুযায়ী, কোভিড আক্রান্ত ক্রিকেটারকে বাধ্যতামূলক আইসোলেশনে যেতে হত। তাঁর কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ না হওয়া পর্যন্ত আইসোলেশন থেকে বেরতে পারতেন না আক্রান্ত ক্রিকেটার।
শোনা যাচ্ছে, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ (T-20 World Cup) থেকেই নতুন নিয়মাবলি কার্যকরী করতে চাইছে আইসিসি। সারা বিশ্বে এখন কোভিডের প্রকোপ অনেকটাই কম। তাছাড়া অধিকাংশ ক্রিকেটার ভ্যাকসিন নেওয়ার ফলে কোভিড সংক্রমিত হওয়ার আশঙ্কাও আগের তুলনায় অনেকটাই কমে গিয়েছে। সেই কথা মাথায় রেখেই ক্রিকেট মাঠকেও ধীরে ধীরে স্বাভাবিক করে তুলতে চাইছে আইসিসি।