shono
Advertisement

আহমেদাবাদেই ভারত-পাক মহারণ? সূচি ঘোষণার পথে আইসিসি

পাকিস্তানের আহমেদাবাদে খেলতে আসা নিয়ে সিদ্ধান্ত নেবে পাক সরকার।
Posted: 09:41 AM Jun 26, 2023Updated: 10:38 AM Jun 26, 2023

রাজর্ষি গঙ্গোপাধ্যায়: বিশ্বকাপের ভারত-পাকিস্তান (India vs Pakistan) মহাযুদ্ধ শেষ পর্যন্ত কোথায় হচ্ছে? বিশ্বকাপ সূচিই বা কবে আসছে? চলতি বছর অক্টোবর-নভেম্বর মাসে দেশে বসছে ওয়ানডে বিশ্বকাপের (2023 World Cup) আসর। কিন্তু এখনও পর্যন্ত বিশ্বকাপের সূচি প্রকাশ করেনি আইসিসি (ICC)। তবে আপাতত খবর যা, আগামী মঙ্গলবার মুম্বইয়ে ওয়ানডে বিশ্বকাপ সূচি ঘোষণা হয়ে যেতে পারে। সে দিন মুম্বইয়ে আইসিসি ও ভারতীয় বোর্ড কর্তারা উপস্থিত থাকবেন। সেখানেই একযোগে বিশ্বকাপ সূচি ঘোষণা হওয়ার কথা। আর সেটা নাকি হচ্ছে, বিশ্বকাপে ভারত ম‌্যাচ পাকিস্তান আহমেদাবাদে (Ahmedabad) খেলবে ধরে নিয়েই। অর্থাৎ, আপাতত আহমেদাবাদকেই বিশ্বকাপের ভারত-পাক মহাযুদ্ধের কেন্দ্র হিসেবে রাখা হবে।

Advertisement

প্রথমে ঠিক ছিল, ওভালে গত বিশ্ব টেস্ট চ‌্যাম্পিয়নশিপ ফাইনালের সময় বিশ্বকাপের দুন্দুভি বাজিয়ে দেবে আইসিসি। কাপ-সূচি ঘোষণা করে। কিন্তু এশিয়া কাপ নিয়ে সেই সময় এতটাই নাটক চলছিল যে, বিশ্বকাপের সূচি ঘোষণা করা যাচ্ছিল না। কারণ-পাকিস্তানের দাবি মেনে হাইব্রিড মডেলকে অনুমোদন দিয়ে এশিয়া কাপ হবে, নাকি ভারতের দাবি মেনে নিরপেক্ষ কেন্দ্রে, তা নিয়ে চরম টালবাহানা চলছিল। পাকিস্তান সাফ বলে দিয়েছিল যে, হাইব্রিড মডেলকে খারিজ করে পাকিস্তানে গোটা কয়েক ম‌্যাচ না দিলে তারা এশিয়া কাপ তো খেলবেই না, ভারতে বিশ্বকাপ খেলতেও যাবে না।

[আরও পড়ুন: ‘কথা রেখেছে সরকার’, আর পথে নেমে প্রতিবাদ নয়, আদালতে লড়াই চালাবেন কুস্তিগিররা]

কিন্তু শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে এশিয়া কাপ অনুমোদন পেয়ে যাওয়ায় ধরে নেওয়া হয়, বিশ্বকাপে পাকিস্তানের আসা নিয়ে জটিলতাও কেটে যাবে। আহমেদাবাদে ভারত ম‌্যাচ খেলতেও তারা আর আপত্তি তুলবে না। কিন্তু পাকিস্তান তার পরেও নাটক থামায়নি। পুরোটাই নিজেদের দেশের সরকারের উপর ছেড়ে দিয়ে এখনও টালবাহানা চালিয়ে যাচ্ছে তারা। আইসিসিকে সেই মর্মে একটা চিঠিও পাঠায় তারা। বলে যে, তারা চায় কয়েকটা ম‌্যাচের কেন্দ্র বদলানো হোক। সঙ্গে এটাও বলে, পুরোটাই তাদের সরকারের অনুমোদন সাপেক্ষ।

শোনা গেল, আইসিসি ঠিক করেছে যে, তারা আর অপেক্ষা করবে না। পাকিস্তান আহমেদাবাদে ভারত ম‌্যাচ খেলবে ধরে নিয়েই তারা সূচি প্রকাশ করতে চলেছে বলে আপাতত খবর। কারণ, স্পনসরদের থেকে প্রবল চাপ আসছে। আইসিসি-র কারও কারও বক্তব‌্য হল, পাকিস্তান কয়েকটা ম‌্যাচের কেন্দ্র বদলানোর আবেদন করেছে চিঠিতে। কিন্তু নির্দিষ্ট করে ভারত ম‌্যাচ আহমেদাবাদ থেকে সরাতে হবে, কোথাও বলেনি। যে কারণে, ১৫ অক্টোবরের আহমেদাবাদে ভারত ম‌্যাচ পাকিস্তান খেলবে বলে আপাতত ধরে নিচ্ছে আইসিসি। বলা হচ্ছে, ভবিষ‌্যতে যদি আহমেদাবাদ নিয়ে জটিলতা দেখা দেয়, তখন ভাবা যাবে। কিন্তু এখন আর অপেক্ষা করা হবে না। এবং রবিবার পর্যন্ত যা খবর, মঙ্গলবার বিশ্বকাপের সূচি ঘোষণা করে দেওয়া হবে। আর হ‌্যাঁ, যা খবর আপাতত, তাতে ইডেন দক্ষিণ আফ্রিকা ম‌্যাচই পাচ্ছে। দেখা যাক, আর কত নাটক বাকি! 

[আরও পড়ুন: প্রীতম কোটাল কি মোহনবাগানেই? দলবদলের মাঝে প্রশ্ন সবুজ-মেরুন ভক্তদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement