shono
Advertisement

ICC World Cup 2023: বাবরদের বিঁধতে গিয়ে ঐশ্বর্যকে অপমান! পাক তারকার কুরুচিকর মন্তব্য ঘিরে তুঙ্গে বিতর্ক

কুরুচিকর মন্তব্যে হাততালি দেন শাহিদ আফ্রিদি।
Posted: 02:09 PM Nov 14, 2023Updated: 02:09 PM Nov 14, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেটারদের আক্রমণ করতে গিয়ে ঐশ্বর্য রাইয়ের (Aishwarya Rai) উদ্দেশে কুরুচিকর মন্তব্য করলেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার। তাঁর মন্তব্যে হাসিমুখে সমর্থনও করলেন পাক ক্রিকেটের (Pakistan Cricket Team) অন্যতম সেরা তারকারা। তবে কুরুচিকর মন্তব্যের জেরে প্রাক্তন ক্রিকেটারকে একহাত নিয়েছেন নেটিজেনরা। প্রসঙ্গত, চলতি বিশ্বকাপে মাত্র চারটি ম্যাচ জিতেছে পাকিস্তান (Pakistan)। সেমিফাইনালেও উঠতে পারেনি বাবর (Babar Azam) ব্রিগেড।

Advertisement

বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্যান্সের ময়নাতদন্ত করতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আব্দুর রজ্জাক, উমর গুল, শাহিদ আফ্রিদিরা। সেখানেই পাক ক্রিকেট বোর্ডকে একহাত নেন রজ্জাক। প্রাক্তন অলরাউন্ডার বলেন, “বিশ্বকাপে পাকিস্তান কেন খারাপ খেলল, সেই নিয়ে এখন প্রচুর আলোচনা চলছে চারদিকে। আমার মনে হয়, ক্রিকেটারদের উন্নতির চেষ্টাই করে না পাকিস্তান বোর্ড। যদি কেউ মনে করে ঐশ্বর্য রাইকে বিয়ে করলেই সন্তান সুন্দর দেখতে হবে, সেটা কখনই সম্ভব নয়।” 

[আরও পড়ুন: বিশ্বকাপে ভরাডুবির জের, পাকিস্তানের পুরো সাপোর্ট স্টাফ ছাঁটাই! ঘোর অনিশ্চয়তায় বাবরের অধিনায়কত্ব]

রাজ্জাকের এই কথা শুনে হেসে ওঠেন মঞ্চে থাকা আফ্রিদি-গুলরা। হাততালি দিয়ে রাজ্জাকের কথার সমর্থনও করেন দুই পাক তারকা। ঘটনার ভিডিও ভাইরাল হয় নেটদুনিয়ায়। তার পরেই নেটিজেনদের তোপের মুখে পড়েন রজ্জাক। অনেকের মতে, এমন মন্তব্যের ফলে ঐশ্বর্য ও তাঁর পরিবারের সকলের অপমান হয়েছে। মানুষ হিসাবে অত্যন্ত নিচে নেমে গিয়েছে পাক অলরাউন্ডার, সেটাও নেটিজেনদের মত। নেটদুনিয়ায় ধিক্কারের মুখে রজ্জাক।

প্রসঙ্গত, বিশ্বকাপে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতো একাধিক দলের বিরুদ্ধে হেরেছে পাকিস্তান। টুর্নামেন্টের শেষ দিকে এসে সামান্য আশা তৈরি হলেও সেমিফাইনালে উঠতে পারেনি বাবরদের দল। ইতিমধ্যেই পদত্যাগ করেছেন পাক দলের বোলিং কোচ মর্নি মর্কেল। অধিনায়ক হিসাবে বাবরের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে।

[আরও পড়ুন: কাপযুদ্ধের সেমিফাইনালে ‘আইকন’ শচীনের কোন দুই রেকর্ড ভাঙতে পারেন বিরাট?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement