shono
Advertisement

ICC World Cup 2023: গাজা নিয়ে মন্তব্যে না, মহারণের আগে বিতর্ক থেকে শতহস্ত দূরে বাবর আজম

ক্রিকেট নিয়ে প্রশ্ন করুন, সাফ মন্তব্য পাক অধিনায়কের।
Posted: 04:26 PM Oct 13, 2023Updated: 04:26 PM Oct 13, 2023

রাজর্ষি গঙ্গোপাধ্যায়, আহমেদাবাদ: বিশ্বকাপে (ICC World Cup 2023) মুখোমুখি ভারত-পাকিস্তান (India vs Pakistan)। মেগাম্যাচের আগে শান্ত থাকতে সমস্ত বিতর্ক থেকে শতহস্ত দূরে থাকতে চাইছেন পাক অধিনায়ক বাবর আজম (Babar Azam)। সাংবাদিক সম্মেলনে এসে বিতর্কিত প্রশ্ন শুনেই সাফ জানিয়ে দিলেন, ক্রিকেট ছাড়া অন্য কোনও বিষয়ে মুখ খুলবেন না তিনি। তবে পাক ফ্যানদের ভারতে আসার পাশাপাশি মেগাম্যাচে পাকিস্তানের পারফরম্যান্স, সবকিছু নিয়েই উত্তর দেন বাবর।

Advertisement

যুদ্ধবিধ্বস্ত গাজার ‘ভাইবোন’দের পাশে দাঁড়িয়ে টুইট করেছিলেন মহম্মদ রিজওয়ান। সেই নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। পাক ব্যাটারের এই টুইটের পরেই প্রশ্ন ওঠে, খেলার সঙ্গে অযথা রাজনীতি জড়াচ্ছেন রিজওয়ান। শাস্তি পাওয়া উচিত পাক উইকেট কিপারের, এমন দাবিও ওঠে। তবে শেষ পর্যন্ত শাস্তির খাঁড়া থেকে বেঁচে যান রিজওয়ান। কারণ পাক বোর্ড বা আইসিসি কেউই বিষয়টি নিয়ে মাথা ঘামাতে চায়নি। 

[আরও পড়ুন: ‘বুমরাহ ক্ষেপণাস্ত্রের মতো ভয়ংকর!’ বিস্ফোরণ ঘটালেন গৌতম গম্ভীর]

মেগাম্যাচের এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্ন শুনেই বাবর সাফ জানিয়ে দেন, কোনও বিতর্কিত প্রশ্নের জবাব দেবেন না তিনি। পাক অধিনায়কের সাফ বক্তব্য, “ক্রিকেট নিয়ে প্রশ্ন করুন, সেটাই ভালো হয়। আপনারাই কথাটা অন্যদিকে নিয়ে যাচ্ছেন।” তবে ম্যাচ ছাড়াও পাক ফ্যানদের ভারতে আসা নিয়ে মুখ খোলেন বাবর। দীর্ঘ সময় পরে ভিসা জট কাটিয়ে ভারতে আসার অনুমতি পেয়েছেন পাকিস্তানের ভক্তরা। বাবর বলেন, “প্রচুর ভক্তদের সামনে খেলতে অভ্যস্ত আমরা। হায়দরাবাদেও আমরা প্রচুর সমর্থন পেয়েছি। আহমেদাবাদেও আশা করি পাক সমর্থকরা আসবেন।”

[আরও পড়ুন: বিশ্বসেরা অ্যাথলিট হওয়ার দৌড়ে সোনার ছেলে নীরজ চোপড়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement