shono
Advertisement

ICC World Cup 2023: ইডেনে বসেই বিশ্বকাপ ম্যাচে রমরমিয়ে বেটিং, জালে ৩ প্রতারক

এদিকে টিকিটের কালোবাজারিও চলছে রমরমিয়ে।
Posted: 08:41 AM Nov 02, 2023Updated: 08:41 AM Nov 02, 2023

নিরুফা খাতুন: বিশ্বকাপের (ICC World Cup 2023) ম্যাচ চলাকালীন রমরমিয়ে বেটিং। তাও আবার ইডেন গার্ডেন্সে বসেই। বাংলাদেশ-পাকিস্তানের ম‌্যাচের দিন ইডেনে এই কাণ্ড ঘটিয়েছে ৩ যুবক। তিন যুবককেই গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম সমীর খান, মণীশ ও আশিস বত্রা।

Advertisement

মধ‌্যপ্রদেশের গোয়ালিওরের বাসিন্দা সমীর ম‌্যাচ চলাকানীল ইডেনের (Eden Gardens) গ‌্যালেরিতে বসে বেটিং চালাচ্ছিলেন বলে অভিযোগ। বেটিং করার সময় তাঁকে হাতেনাতে ধরে আইসিসির দুর্নীতি দমন শাখা। এর পর তাঁকে ময়দান থানার হাতে তুলে দেওয়া হয়। পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ করে দিল্লির দুই যুবক মণীশ ও আশিসের নাম জানতে পারে। পুলিশ জানিয়েছে, শেক্সপিয়ার সরণী এলাকার একটি হোটেল মণীশ ছিলেন। সমীর ও মণীশের সহযোগী আশিস ছিলেন হেয়ার স্ট্রিট এলাকার একটি হোটেলে।

[আরও পড়ুন: পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক, জামশেদপুরকে হারিয়ে আইএসএলে চতুর্থ জয় মোহনবাগানের]

এদিকে ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকার ম‌্যাচের টিকিটের কালোবাজির চলছে। ব্ল‌্যাকে টিকিট বিক্রি করার সময় বুধবারও এক যুবককে হাতেনাতে ধরে কলকাতা পুলিশের গুণ্ডা দমন শাখা। এদিন দুপুর ৩ টে ৩০ মিনিট নাগাদ মহামেডান ক্লাবের সামনে থেকে গুঞ্জন চট্টোপাধ‌্যায় নামে বেহালার বড়িশার এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ৯০০ টাকার টিকিট ৪ হাজার টাকায় বিক্রি করা হচ্ছিল। ধৃতের কাছ থেকে ১৬টি টিকিট বাজেয়াপ্ত করা হয়েছে।

[আরও পড়ুন: নিউজিল্যান্ডকে উড়িয়ে কার্যত সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা, খুলে গেল পাকিস্তানের রাস্তাও]

বস্তুত ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের (India vs South Africa) টিকিট নিয়ে ধুন্ধুমার কাণ্ড বেঁধে গিয়েছে। খোদ সিএবি কর্তাদের বিরুদ্ধেও টিকিট সরানোর অভিযোগ এসেছে। শহরের এক ক্রিকেটপ্রেমী এ নিয়ে ময়দান থানায় একটি অভিযোগও দায়ের করেছেন। যার ভিত্তিতে পুলিশ নোটিস পাঠিয়েছে সিএবিকে (CAB)। টিকিট বিক্রির পোর্টাল বুক মাই শোকেও নোটিস দেওয়া হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement