সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়া (Australia) আর ঔদ্ধত্য একেবারে সমার্থক। ষষ্ঠবার বিশ্বকাপ জয়ের পর যেন চরম সীমায় পৌঁছল অজি অহংকার। বিশ্বকাপ জয়ের পর বিয়ার হাতে ট্রফির উপর পা তুলে সেলিব্রেট করলেন মিচেল মার্শ (Mitchell Marsh)। সেই ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। অন্যদিকে, বিশ্বকাপ জিতেই সমালোচকদের চুপ করাতেও অজিদের হাতিয়ার সেই ঔদ্ধত্যই। ওপেনার ডেভিড ওয়ার্নার বললেন, অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ (ICC World Cup 2023) চ্যাম্পিয়ন হিসাবে তো কেউ দেখতেই পাননি। কিন্তু আজ ট্রফি অজিদের হাতেই।
ভারতের মাটিতে ফেভারিট ভারতকে হারিয়েই ষষ্ঠবার বিশ্বকাপ জয়। ট্রফি নিয়ে স্বভাবতই ব্যাপক হুল্লোড় চলে অজি ড্রেসিংরুমে। দলের সকলেই উৎসবে মেতে ওঠেন। পরের দিন সকালেই একাধিক ছবি প্রকাশ্যে এসেছে। সেখানেই ফাঁস হয়েছে অলরাউন্ডার মিচেল মার্শের একাধিক ছবি। সতীর্থদের সঙ্গে উদ্দাম সেলিব্রেশনের ছবি দিয়েছেন অজি তারকা।
[আরও পড়ুন: ফাইনালে খেলানো উচিত ছিল অশ্বিনকে: মনোজ তিওয়ারি]
১৯৮৭ সালের বিশ্বকাপজয়ী অজি দলের সদস্য ছিলেন মিচেলের বাবা জিওফ মার্শ। ছেলের খেলা দেখতে তিনিও হাজির ছিলেন আহমেদাবাদে। অস্ট্রেলিয়া বিশ্বকাপ জয়ের পর ড্রেসিংরুমের উৎসবে শামিল হন তিনিও। বিশ্বকাপজয়ী বাবা-ছেলের একফ্রেমের ছবিও প্রকাশ্যে এসেছে। কিন্তু দেখা গিয়েছে বিশ্বকাপ নিয়ে মিচেলের বিতর্কিত ছবিটিও। হাতে মদের বোতল নিয়ে বিশ্বকাপ ট্রফির উপর পা তুলে বসে রয়েছেন অজি তারকা, সেই ছবি দেখে নেটদুনিয়ায় নিন্দার ঝড় উঠেছে।
অন্যদিকে, বিশ্বকাপ জয়ের পর সমালোচকদের একহাত নিয়েছেন ডেভিড ওয়ার্নার। বিশ্বজয়ের পর এক্স হ্যান্ডেলে লেখেন, “আপনারা কেউ আশা করেছিলেন নাকি যে অস্ট্রেলিয়া জিতবে? কিন্তু আমরা সেটা করে দেখিয়েছি। কাম অন অস্ট্রেলিয়া। দুই ম্যাচে হারের পরও ঘুরে দাঁড়িয়েছি।”