সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রচণ্ড অসুস্থতা নিয়ে খেলতে নেমেছিলেন। ব্যাট করার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না। কিন্তু সেই অবস্থাতেই ব্যাট করে বিশ্বকাপের (ICC World Cup 2023) একাধিক রেকর্ড তছনছ করে দিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। মাত্র ৪০ বলে হাঁকিয়েছেন বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসে অজি ব্যাটার জানান, ড্রেসিংরুম থেকে বেরিয়ে ব্যাট করার ইচ্ছা ছিল না। কারণ অসুস্থতার কারণে পরপর দুই রাত ঘুমোতে পারেননি তিনি।
বুধবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া (Australia)। টপ অর্ডার ভালো ব্যাটিং করলেও নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে অজিরা। ফলে ইচ্ছা না থাকলেও ক্রিজে নামতে হয় ম্যাক্সিকে। তিনি বলেন, “গত দুই রাত ঘুমোতে পারিনি। আজকেও সারাদিন শরীরটা ভালো ছিল না। ব্যাট করার একেবারেই ইচ্ছা ছিল না।”
[আরও পড়ুন: মার্কিন মুলুকে বড়সড় হামলা, খেলার আসরে বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে মৃত ২২]
অসুস্থতা নিয়ে ব্যাট করতে নামেন ম্যাক্সওয়েল। তবে মাঠে তাঁর ‘তাণ্ডব’ দেখে একবারও মনে হয়নি, ব্যাট করার ইচ্ছা ছিল না ম্যাড ম্যাক্সের। নেদারল্যান্ডসের (Netherlands) বোলারদের প্রত্যেককেই একেবারে কচুকাটা করে ফেলেন তিনি। মাত্র ৪০ বলে সেঞ্চুরি হাঁকিয়ে গড়ে ফেলেন বিশ্বকাপের দ্রুততম শতরানের নজির। ১০৬ রানের ইনিংসে ৮টি ছক্কা এবং ৯টি বাউন্ডারি মারেন তিনি।
বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি হাঁকানোর পাশাপাশি আরও কয়েকটি রেকর্ড গড়েছেন ম্যাক্সি। ওয়ানডে ফরম্যাটে অস্ট্রেলীয় হিসাবে দ্রুততম সেঞ্চুরি করেছেন। ৫০ ওভারের ক্রিকেটের শেষ দশ ওভারে সেঞ্চুরি করার ক্ষেত্রেও প্রথম অস্ট্রেলীয় হিসাবে রেকর্ড গড়লেন ম্যাক্সওয়েল। এছাড়াও বিশ্বকাপে বৃহত্তম ব্যবধানে জয়ের নজির গড়ল অস্ট্রেলিয়া।