shono
Advertisement

ICC World Cup 2023: কাটল ২০ বছরের খরা, বিরাট দাপটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় ভারতের

পাঁচ উইকেট তুলে নিলেন মহম্মদ শামি।
Posted: 10:17 PM Oct 22, 2023Updated: 10:29 PM Oct 22, 2023

নিউজিল্যান্ড: ২৭৩ (মিচেল ১৩০, রাচীন ৭৫, শামি ৫/৫৪)

Advertisement

ভারত: ২৭৪/৬ (বিরাট ৯৫, রোহিত ৪৬)

৪ উইকেটে জয়ী ভারত। 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০ বছরের শাপমুক্তি ঘটিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল কার্যত নিশ্চিত করে ফেলল ভারত। রবিবার মহাষ্টমীর রাতে হাড্ডহাড্ডি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে মেন ইন ব্লু। নিউজিল্যান্ডের (India vs New Zealand) বিরুদ্ধে পিছিয়ে পড়েও চেজমাস্টার বিরাট কোহলির (Virat Kohli) হাত ধরে দুরন্ত কামব্যাক। টানা পাঁচ ম্যাচ জিতে দেশবাসীর মনে বিশ্বকাপ (ICC World Cup 2023) জয়ের স্বপ্ন আরও পোক্ত করে মাঠ ছাড়ল টিম ইন্ডিয়া।

ম্যাচের শুরুতে পেসারদের দাপট থাকলেও সেঞ্চুরি হাঁকিয়ে ভারতকে কোণঠাসা করে দিয়েছিলেন ড্যারেল মিচেল। ৭৫ রানের ইনিংস খেলে তাঁকে যোগ্য সঙ্গত দেন তরুণ রাচীন রবীন্দ্র। তবে দেড়শো রানের পার্টনারশিপ ভেঙে ম্যাচে ফেরে ভারত। শেষ ১০ ওভারের মধ্যেই কিউয়িদের ৬ উইকেট তুলে নেয় ভারত। তিনশো রানের পাহাড় গড়ার স্বপ্ন দেখা নিউজিল্যান্ড থেমে যায় অনেক আগেই। ২৭৩ রানে অলআউট কিউয়িরা। চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমেই পাঁচ উইকেট তুলে নেন মহম্মদ শামি। দুই উইকেট পান কুলদীপ যাদবও।

[আরও পড়ুন: এক বছরে ৫০ ছক্কা! প্রথম ভারতীয় হিসাবে নজির, গেইল-ডি’ভিলিয়র্সকে টপকানোর দৌড়ে রোহিত]

তবে ধর্মশালার পিচে ২৭৪ রানের টার্গেটই বেশ কঠিন হয়ে ওঠে ভারতের কাছে। যদিও মারকুটে মেজাজে ইনিংস শুরু করেছিলেন অধিনায়ক রোহিত। ৪০ বলে ৪৬ রান করে তিনি প্যাভিলিয়নে ফেরত যাওয়ার পর থেকেই ভারতের রান তোলার গতি কমতে শুরু করে। শুভমান গিল, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল-পরপর উইকেট হারাতে থাকে ভারত। চাপ বাড়তে থাকে ব্যাটিং লাইন আপের উপর।

তবে এক প্রান্তে উইকেট খোয়ালেও অন্য প্রান্তে ছিলেন তিনি- বিরাট কোহলি। চেজমাস্টার একেবারে নিজের মেজাজে সাজিয়ে তুললেন ভারতীয় ইনিংসকে। মারলেন ৮টা চার আর দুটো ছক্কা। মাত্র ৫ রানের জন্য ফস্কালেন ৪৯তম সেঞ্চুরি। তবে কঠিন সময়ে রবীন্দ্র জাডেজাকে নিয়ে দলের জয় নিশ্চিত করে তবেই মাঠ ছাড়লেন। ২০০৩ সালের পর ফের কালো জার্সিধারীদের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচ জিতল ভারত। টুর্নামেন্টে অপরাজেয় থাকার তকমা সঙ্গে নিয়ে।

[আরও পড়ুন: প্রত্যাবর্তনে পাঁচ উইকেট নিয়ে উজ্জ্বল শামি, পৌনে তিনশোতে থামল নিউজিল্যান্ড]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement