shono
Advertisement

Breaking News

ICC World Cup 2023: ৫ উইকেট পাওয়ার পরেও শামির উপরে কোপ? ইংল্যান্ড ম্যাচে বদলের ভাবনা ভারতীয় দলের

কী কী বদল হতে পারে ভারতীয় দলে?
Posted: 01:56 PM Oct 26, 2023Updated: 07:16 PM Oct 26, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চার ম্যাচ বসে থাকার পর বিশ্বকাপে (ICC World Cup 2023) খেলতে নেমেই পাঁচ উইকেট তুলে নিয়েছেন মহম্মদ শামি (Mohammad Shami)। প্লেয়ার অফ দ্য ম্যাচের শিরোপাও পেয়েছেন। কিন্তু পরের ম্যাচেই ফের বসিয়ে দেওয়া হতে পারে তারকা পেসারকে! এমনই সম্ভাবনার কথা শোনা যাচ্ছে ক্রিকেট বিশেষজ্ঞ মহলে। অনেকেই মনে করছেন, লখনউয়ের মন্থর পিচে তিন স্পিনার খেলাতে পারে ভারত (Indian Cricket Team)। সেক্ষেত্রে এক পেসারকে দলের বাইরে রাখতে হবে।

Advertisement

আগামী রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত। এই ম্যাচ জিতলে সেমিফাইনাল একেবারে নিশ্চিত করে ফেলবে রোহিত ব্রিগেড। গুরুত্বপূর্ণ এই ম্যাচে রবিচন্দ্রন অশ্বিন দলে ফিরতে পারেন বলেই মত একাধিক ক্রিকেট বিশেষজ্ঞদের। হরভজন সিং সাফ জানিয়েছেন, ধীর গতির পিচে তিনজন স্পিনারকেই খেলানো উচিত ভারতের। রবীন্দ্র জাডেজা ও কুলদীপ যাদবের পাশাপাশি অশ্বিনকেও প্রথম একাদশে চাইছেন তিনি। কারণ ইংল্যান্ডের ব্যাটাররা স্পিনের বিরুদ্ধে একেবারেই স্বচ্ছন্দ নয়। 

[আরও পড়ুন: লিগামেন্টে চোট হার্দিকের, অলরাউন্ডারের বিশ্বকাপ অভিযান কি শেষ?]

তাহলে প্রশ্ন উঠছে, অশ্বিনকে দলে রাখতে গেলে কে বাদ পড়বেন? সেখানেই উঠে আসছে শামির নাম। কারণ চলতি বিশ্বকাপের প্রথম চার ম্যাচে তাঁর উপরে আস্থা রাখেনি টিম ম্যানেজমেন্ট। মহম্মদ সিরাজকেই টানা ম্যাচ খেলানো হয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধেই প্রথম ম্যাচ খেলেন শামি। সেখানেই দুরন্ত পারফরম্যান্স বঙ্গ পেসারের।

তবে ওয়াকিবহাল মহলের মতে, পাঁচ উইকেট নেওয়ার ঠিক পরের ম্যাচেই শামিকে বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেবে না ভারতীয় দল। বরং অশ্বিনকে দলে নেওয়ার জন্য সিরাজকে বিশ্রাম দেওয়া যেতে পারে। কারণ টানা ম্যাচ খেলে চলেছেন ভারতীয় পেসার। তবে শেষ পর্যন্ত কাকে প্রথম একাদশে রাখা হবে, সেই নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।

[আরও পড়ুন: ‘ব্যাট করার ইচ্ছাই ছিল না’, বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির নজির গড়ে দাবি ম্যাক্সওয়েলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement