shono
Advertisement

বিশ্বকাপে ২০ বছরের খরা কাটানোর লক্ষ্যে ভারত, চোট সমস্যায় জর্জরিত দুই শিবিরই

বিশ্বকাপের পরিসংখ্যানে সব দিক থেকেই এগিয়ে নিউজিল্যান্ড।
Posted: 11:18 AM Oct 22, 2023Updated: 11:18 AM Oct 22, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাপ-আসরে (ICC World Cup 2023) এখনও পর্যন্ত একটাও ম্যাচ হারেনি কোনও দলই। টানা চার ম্যাচ জিতে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে রয়েছে অন্যদের থেকে। এই অবস্থায় রবিবার ধরমশালায় মুখোমুখি হচ্ছে পয়েন্টস টেবিলে প্রথম নিউজিল্যান্ড এবং দ্বিতীয় ভারত। আর মহা-লড়াইয়ের আগে দুই শিবিরেই কাঁটা হিসাবে উঠে আসছে চোট সমস্যা।
বিশেষত টিম ইন্ডিয়ার (Team India) ক্ষেত্রে। এখনও পর্যন্ত কাপ-আসরে সাক্ষাতের বিচারে ৩-৫ ব্যবধানে পিছিয়ে আছে ভারত। বিশ্বকাপে এই একটি দল বরাবর ভারতের গাঁট হিসাবে থেকেছে। ২০০৩ সালের পর থেকে তাদের বিরুদ্ধে আইসিসি-র কোনও প্রতিযোগিতায় জেতেনি ভারত। রবিবার সেই ব্যবধান কমানোর পাশাপাশি টানা জয়ের মোমেন্টাম ধরে রাখার চ্যালেঞ্জ নিয়েই নামছেন রোহিতরা। আর সেই চ্যালেঞ্জ আরও বাড়িয়ে তুলেছে চোট।

Advertisement

[আরও পড়ুন: সপ্তমীর মাঝরাতে নরবলি! রাজবাড়ির অর্ধরাত্রির পুজোয় ঢুকতে পারে না আমজনতা]

আসলে হার্দিক পাণ্ডিয়ার হঠাৎ চোট অনেকটাই চাপে ফেলে দিয়েছে টিম ইন্ডিয়াকে। চোটের তালিকায় নতুন করে নাম তুলেছেন সূর্যকুমার যাদবও। ছবির মতো সুন্দর ধরমশালা স্টেডিয়ামে যে সূর্যের কাপ-মঞ্চে অভিষেক হতে চলেছে, তা একপ্রকার নিশ্চিত হয়েই গিয়েছিল। কিন্তু শনি-সন্ধ্যায় অনুশীলন করতে গিয়ে হঠাৎ করেই চোট পেয়েছেন ‘স্কাই’। এদিন নেটে ব্যাটিংয়ের সময়ই তাঁর কবজিতে বল লাগলে নেট ছেড়ে চলে যায় সূর্যকুমার। পরে আর মাঠে ফেরেননি তিনি। দল সূত্রে খবর, আপাতত সূর্যের চোটের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। রবি-সকালে পরিস্থিতি দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এখানেই সমস্যার শেষ নয় টিম ইন্ডিয়ার জন্য। এদিন অনুশীলনে মৌমাছি হুল ফুঁটিয়েছে ইশান কিষানকে (Ishan Kishan)। বাঁ-হাতি এই ব্যাটারকেও হার্দিকের বদলি হিসাবে মাঠে আনার একটা ভাবনা ছিলই। কিন্তু এদিনের পর সেটা নিয়েও নতুন করে ভাবতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে।

[আরও পড়ুন: রানাঘাটের পর কল্যাণী, নিরাপত্তারক্ষীদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে গয়নার দোকানে লুটপাট]

তবে রবিবাসরীয় ধরমশালায় মহম্মদ শামি যে দলে ফিরছেন, তা নিশ্চিত। হিমালয়ের কোলে এই স্টেডিয়ামের উইকেট চরিত্রগত ভাবেই পেস সহায়ক। আর বল হাতে বিশ্বকাপে দাগ কাটতে ব্যর্থ শার্দূল ঠাকুর। তাই কিউয়িদের ফর্মে থাকা ব্যাটিং ইউনিটের সামনে তাঁকে ফেলার থেকে শামিকে ফেরানোর রাস্তায় হাঁটতে চাইছে টিম ম্যানেজমেন্ট। শার্দূলের পরিবর্তে সামিকে খেলানোর দাবিতে সরব হয়েছেন সুনীল গাভাসকর সহ একঝাঁক প্রাক্তন ক্রিকেটার। এবার তাঁদের দাবিতেই সিলমোহর পড়তে চলেছে। একান্তই সূর্য-ইশান খেলার মতো অবস্থায় না থাকলে অবশ্য কিউয়িদের বিরুদ্ধে দলে থেকেই যেতে পারেন শার্দূল। এর বাইরে ভারতীয় দলে তেমন কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।

চোট সমস্যা আছে কিউয়ি শিবিরেও। চোট সারিয়ে প্রত্যাবর্তনের ম্যাচে ফের চোট পেয়ে ছিটকে গিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। এদিন ধরমশালায় নেটে উপস্থিত থাকলেও ভারতের বিরুদ্ধে তাঁর খেলার সম্ভাবনা নেই। তবে এই ম্যাচে দলে ফিরতে পারেন টিম সাউদি। চোট নিয়েই বিশ্বকাপ খেলতে ভারতে এসেছেন কিউয়ি পেসার। তবে এখনও একটাও ম্যাচ খেললেনি তিনি। এদিন নেটে পুরোদমে হাত ঘোরালেন কিউয়ি পেসার। ধরমশালার পেস সহায়ক পিচে তাঁকে ফেরাতে পারে নিউজিল্যান্ড।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement