সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১১ সালে বিশ্বকাপ জিতেছিল ভারত। সেবার ভারত ছিল অন্যতম আয়োজক দেশ। এবারের বিশ্বকাপের আয়োজক দেশও ভারত। দেশের প্রাক্তন মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামী (Jhulan Goswami) আশা করেন, এক যুগ আগের পুনরাবৃত্তি হবে এবার।
বিশ্বকাপের (World Cup 2023) দিনগোনা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। প্রতিবারের মতোই এবারও বিশ্বকাপ ট্রফি ঘুরছে বিভিন্ন দেশে। ইতিমধ্যেই ট্রফি এসে পড়েছে কলকাতায়। বৃহস্পতিবার শহর কলকাতার একটি স্কুলে বিশ্বকাপ ট্রফির উন্মোচন করেন ঝুলন। টুর্নামেন্টের তাৎপর্য বোঝাতে ঝুলন বলেন, ”অ্যাথলিটদের কাছে মেগাইভেন্ট অলিম্পিক। ঠিক তেমনই ওয়ানডে বিশ্বকাপ। প্রতি চার বছর অন্তর হয় এই টুর্নামেন্ট।”
[আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দলে নেই রিঙ্কু, কী বলছেন নাইট তারকার কোচ?]
ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শ্রীলঙ্কার নুয়ান কুলশেখরাকে ছক্কা হাঁকিয়ে ভারতকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। উৎসাহী সমর্থকদের জন্য ঝুলনের বার্তা, ”জেতা-হারা খেলারই অংশ। ওরা আমাদের নায়ক হয়েই থাকবে চিরকাল। ভারতীয় দলকে সমর্থন করুন। ওদের পাশে থাকুন।”
উল্লেখ্য, ১৮টি দেশে ঘুরবে বিশ্বকাপ ট্রফি। কুয়েত, বাহরিন, মালয়েশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া, উগান্ডা, ফ্রান্স, ইটালিতে ঘুরবে বিশ্বকাপ ট্রফি।