shono
Advertisement

ICC World Cup 2023: বিরাটকে দেখে মাঠের মধ্যেই প্রণাম খুদের, কিং কোহলির ব্যবহারে মুগ্ধ ইডেন

নেটদুনিয়ায় ভাইরাল প্রণামের ভিডিও।
Posted: 09:32 PM Nov 05, 2023Updated: 10:34 PM Nov 05, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন্মদিনে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) খেলতে নামছেন বিরাট কোহলি (Virat Kohli)। বিশেষ দিনে প্রিয় ক্রিকেটারকে দেখে আবেগাপ্লুত ইডেনের দর্শককুল। তার মধ্যেই দৌড়ে এসে কিং কোহলিকে প্রণাম ঠুকে ফেলল এক খুদে ভক্ত। ইডেনের এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়। খুদে ভক্তের প্রণামের পরে ইতিহাস গড়েন কিং কোহলি। নিজের জন্মদিনেই হাঁকিয়ে ৪৯তম ওয়ানডে সেঞ্চুরির মালিক হলেন। প্রসঙ্গত, ঐতিহ্যময় ইডেনেই নিজের জীবনের প্রথম সেঞ্চুরি করেছিলেন বিরাট।

Advertisement

রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপের (ICC World Cup 2023) ম্যাচ খেলতে নেমেছিল ভার‍ত। চলতি বিশ্বকাপে এই প্রথমবার কলকাতায় মেন ইন ব্লু। পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থাকা দলের লড়াই দেখতে মুখিয়ে ছিল গোটা শহরের ক্রিকেটপ্রেমীরা। টিকিটের জন্য হাহাকার ছিল কলকাতা জুড়ে। প্রবল উন্মাদনার মাঝেই মাঠে পা রাখে টিম ইন্ডিয়া। 

[আরও পড়ুন: ‘হিরোর সঙ্গে নজির ভাগ করে নেওয়া খুবই স্পেশাল’, শচীনকে ছুঁয়ে আবেগাপ্লুত বিরাট]

ম্যাচ শুরুর আগেই অসামান্য মুহূর্তের সাক্ষী রইল ইডেন। জাতীয় সঙ্গীতের পরে গোটা দল যখন মাঠ ছেড়ে বেরচ্ছে, সেই সময়েই বিরাটের কাছে ছুটে আসে এক খুদে। বলবয়ের পোশাক পরা ওই খুদে ক্রিকেটপ্রেমী সটান প্রণাম করে ফেলে কিং কোহলিকে। তবে সঙ্গে সঙ্গেই তাকে ধরে ফেলেন বিরাট। হ্যান্ডশেক করে ভক্তকে শুভেচ্ছা জানান ভারতীয় ব্যাটার। মিষ্টি মুহূর্তের ভিডিও ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। তবে প্রণাম করার সময়ে ওই খুদে ক্রিকেটপ্রেমী হয়তো আশা করেনি, তার চোখের সামনেই ক্রিকেট ঈশ্বরের নজির ছুঁয়ে ফেলবেন বিরাট।

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এই নিয়ে তৃতীয়বার নিজের জন্মদিনে সেঞ্চুরির মালিক হলেন কোনও ব্যাটার। এর আগে শচীন তেণ্ডুলকর ও বিনোদ কাম্বলি- দুজনেই জন্মদিনে সেঞ্চুরি করেছিলেন। ১৯৯৮ সালে নিজের ২৫তম জন্মদিনে সেঞ্চুরি করেছিলেন শচীন। বিরাট এই প্রথমবার নিজের জন্মদিনে ওয়ানডে সেঞ্চুরি হাঁকালেন। আন্তর্জাতিক ক্রিকেটে সপ্তম ব্যাটার হিসাবে জন্মদিনে সেঞ্চুরির মালিক হলেন বিরাট।

[আরও পড়ুন: বিশ্বকাপের মাঝে সুখবর! ১০০ স্কুলপড়ুয়াকে বেছে ক্রিকেট প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা রাজ্যপালের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement