shono
Advertisement

ICC World Cup 2023: ৪ ম্যাচ দলের বাইরে থেকে দুরন্ত কামব্যাক, বিশ্বকাপে ফিরে প্রথম বলেই উইকেট শামির

চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলছেন তারকা পেসার।
Posted: 04:07 PM Oct 22, 2023Updated: 07:28 PM Oct 22, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম চার ম্যাচে দলে জায়গা পাননি। কিন্তু বিশ্বকাপের প্রথম বলেই নিজের জাত চেনালেন। বিষাক্ত ডেলিভারিতে তুলে নিলেন উইকেট। স্বমহিমায় বিশ্বকাপে (ICC World Cup 2023) কামব্যাক করলেন মহম্মদ শামি (Mohammad Shami)। সেই সঙ্গে ভাঙলেন অনিল কুম্বলের বিশ্বকাপ রেকর্ডও। প্রসঙ্গত, রবিবার ধর্মশালায় নিউজিল্যান্ডের (India vs New Zealand) বিরুদ্ধে দুটি বদল করেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শার্দূল ঠাকুরের বদলে দলে আনা হয় শামিকে।

Advertisement

টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রোহিত। প্রথম দিকে বেশ দাপট দেখান ভারতীয় পেসাররা। কিউয়ি ব্যাটিংকে প্রথম ধাক্কা দেন মহম্মদ সিরাজ। ফিরিয়ে দেন ডেভন কনওয়েকে। তার পরে পাওয়ার প্লে চলাকালীনই শামিকে আক্রমণে নিয়ে আসেন রোহিত। নবম ওভারে বল করতে ডাকা হয় তারকা পেসারকে।

[আরও পড়ুন: ভারতের দুই পিচকে ‘অ্যাভারেজ’ রেটিং আইসিসির, ফুঁসে উঠলেন দ্রাবিড়]

প্রথম চার ম্যাচ বেঞ্চে বসে থাকলেও ধার কমেনি শামির বোলিংয়ে। প্রথম বলেই তুলে নেন কিউয়ি ওপেনার উইল ইয়ংয়ের উইকেট। আলতো করে ব্যাটের ভিতরের কাণায় লেগে সোজা স্টাম্পে আছড়ে পড়ে শামির ডেলিভারি। দীর্ঘদিন ধরে দলের বাইরে থাকার পর প্রত্যাবর্তনেই উইকেট- শামির দুরন্ত পারফরম্যান্স নিয়ে চর্চা শুরু হয় নেটদুনিয়ায়। প্রসঙ্গত, বিশ্বকাপ শুরুর পর থেকে প্রথম একাদশে শামিকে দেখতে না পেয়ে বিস্মিত হয়েছেন বহু ক্রিকেট বিশেষজ্ঞ।

এদিন প্রথম বলে উইকেট পেয়ে নতুন নজির গড়েছেন বাংলার পেসার। ভারতীয় হিসাবে বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার তালিকায় পিছনে ফেলেছেন অনিল কুম্বলেকে। ওয়ানডে বিশ্বকাপে বর্তমানে শামির উইকেট সংখ্যা ৩২। সবমিলিয়ে এখনও পর্যন্ত বিশ্বকাপে ১২টি ম্যাচ খেলেছেন তিনি।

[আরও পড়ুন: বিশ্বকাপে ২০ বছরের খরা কাটানোর লক্ষ্যে ভারত, চোট সমস্যায় জর্জরিত দুই শিবিরই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement