সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রীড়াজগতের দুই কিংবদন্তি। দুজনের দখলেই রয়েছে অসংখ্য রেকর্ড। নিজেদের খেলার দুনিয়ায় ক্রমশই সকলের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছেন। এবার এক কিংবদন্তিকে কুর্নিশ জানালেন আরেক মহাতারকা। বিশ্বক্রিকেটে নজির গড়ার পর বিরাট কোহলিকে (Virat Kohli) শুভেচ্ছা জানালেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। তবে টেনিস কিংবদন্তির পাশাপাশি নানা মহল থেকেই শুভেচ্ছাবার্তা এসেছে বিরাটের জন্য। পাকিস্তানি ক্রিকেটাররাও বিরাট-বন্দনায় শামিল হয়েছেন।
একমাত্র ক্রিকেটার হিসাবে ওয়ানডে ক্রিকেটে ৫০টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। ভেঙেছেন শচীন তেণ্ডুলকরের রেকর্ড। তার পরেই বিশ্বের নানা প্রান্ত থেকে শুভেচ্ছাবার্তার বন্যায় ভেসে যান কিং কোহলি। চোখের সামনে বিরাটের ঐতিহাসিক ইনিংস দেখেন শচীন তেণ্ডুলকর। টুইটে বলেন, “বিশ্বকাপ (ICC World Cup 2023) সেমিফাইনালের এত বড় মঞ্চে এক ভারতীয় ক্রিকেটার আমার নজির ভেঙেছে, সেটা দেখে আমি খুব খুশি।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বদের অনেকেই বিরাটকে শুভেচ্ছা জানিয়েছেন।
[আরও পড়ুন: ফাইনালে ওঠার লড়াই অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার, সেমির শাপমোচন হবে ‘চোকার্স’দের?]
ওয়াঘার ওপারের ক্রিকেটাররাও বিরাট বিক্রমে মুগ্ধ। প্রাক্তন পাক পেসার ওয়াসিম আক্রম বলেন, “আমরা তো এখন কোহলি যুগে বাস করছি।” শোয়েব মালিকের মতে, “বিশ্বকাপ সেমিফাইনালের মঞ্চে অভাবনীয় নজির। তোমাকে কুর্নিশ জানাই বিরাট।” বিরাটের অন্যতম গুণমুগ্ধ বলে পরিচিত আফগানিস্তানের তারকা রশিদ খান বলেন, বিরাটের খেলা দেখতে সবসময়ই ভালো লাগে।”
তবে ক্রিকেটপ্রেমীদের নজর কেড়েছে নোভাক জকোভিচের বিশেষ পোস্ট। বুধবার বিরাট সেঞ্চুর হাঁকানোর পরেই ভারতীয় দলের তরফে একটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানানো হয়। সেই ছবিটিই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন টেনিস কিংবদন্তি। ক্যাপশনে লেখেন, ঐতিহাসিক ইনিংসের জন্য বিরাটকে অনেক অভিনন্দন। প্রসঙ্গত, সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জিতে টেনিসের সর্বকালের সেরার তালিকায় নাম লিখিয়েছেন জকোভিচ। দুই কিংবদন্তির একে অপরের প্রতি শ্রদ্ধা দেখে আপ্লুত ক্রীড়াপ্রেমীরা।