দেবাশিস সেন, আহমেদাবাদ: এবার বিশ্বকাপের (ICC World Cup 2023) মাঠেও হামাস-ইজরায়েল (Israel) দ্বন্দ্ব। বিশ্বকাপ ফাইনাল খেলা চলাকালীনই মাঠে ঢুকে পড়ে প্যালেস্টাইনে হামলার প্রতিবাদ জানায় এক ব্যক্তি। প্যালেস্টাইনে (Palestine) বোমাবাজি বন্ধ করার বার্তা লেখা ছিল তাঁর টিশার্টে। মুখে ছিল প্যালেস্টাইন পতাকার রঙের মাস্ক। বিরাট কোহলির কাঁধে হাত দিয়ে কথাও বলতে দেখা যায় তাঁকে। সঙ্গে সঙ্গেই অবশ্য মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয় ওই ব্যক্তিকে। বেশ খানিকক্ষণের জন্য খেলা বন্ধ থাকে।
রবিবার ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) ফাইনাল চলাকালীন নিরাপত্তার ফাঁক গলে মাঠে ঢুকে পড়ে এক ব্যক্তি। তার পরনের টিশার্টে লেখা ছিল, “প্যালেস্টাইনের উপর বোমা ফেলা বন্ধ হোক”। প্যালেস্টাইনের পতাকার মাস্ক ছিল তাঁর মুখে। মাঠে ঢুকে সোজা বিরাটের দিকে এগিয়ে যান ওই ব্যক্তি। বিরাটকে জড়িয়েও ধরেন তিনি। আচমকা ওই ব্যক্তিকে মাঠে ঢুকতে দেখে চমকে যান বিরাটও।
[আরও পড়ুন: স্বল্প পোশাক পরে ট্রোলড মায়ান্তি, ফাইনালের আগে দিলেন জবাব]
সঙ্গে সঙ্গে খেলা থামিয়ে দেওয়া হয়। নিরাপত্তারক্ষীরা এসে বের করে দেন ওই ব্যক্তিকে। তবে মাঠের কড়া নিরাপত্তা ভেঙে কী করে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ঢুকে পড়লেন তিনি, সেই নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনার সময়ে মাঠে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। খেলা দেখতে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তবে এই প্রথম নয়, চলতি বিশ্বকাপে আগেও প্যালেস্টাইনের পতাকা উড়েছে। ইডেনে পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচেই উড়েছিল মধ্য প্রাচ্যের দেশটির পতাকা।
জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম ওয়েন জনসন। অস্ট্রেলিয়ার নাগরিক ওয়েনের বাবা চিনা ও মা ফিলিপিনসের নাগরিক। আপাতত চাঁদখেড়া থানায় নিয়ে যাওয়া হয়েছে তাঁকে। উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে হামাস-ইজরায়েল দ্বন্দ্ব শুরু হয়েছে। ইজরায়েলে ঢুকে হামলা চালায় জঙ্গিগোষ্ঠী হামাস (Hamas)। তার পরেই পালটা আঘাত হানে ইজরায়েল। দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে।