সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিলছে না বেতনটুকুও! বিশ্বকাপে কার্যত বিনা পারিশ্রমিকেই খেলছেন বাবর আজমরা। শুধু বিশ্বকাপই নয়, এশিয়া কাপেও কোনও পারিশ্রমিক পাননি পাক ক্রিকেটাররা। বিস্ফোরক দাবি পাক সংবাদমাধ্যমের।
জোড়া জয় দিয়ে শুরু হয়েছিল ভারতের মাটিতে বিশ্বকাপ অভিযান। তবে পরপর চার ম্যাচ হারতেই প্রবল চাপের মুখে পড়ে গিয়েছে পাক দল। টিম ইন্ডিয়ার (Team India) কাছে লজ্জাজনক ভাবে হারের পর, অস্ট্রেলিয়ার (Australia) কাছে উড়ে যাওয়া। এর পর অবশ্য শেষরক্ষা হয়নি। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আফগানিস্তানের (Afghanistan) কাছে ল্যাজেগোবরে হয়ে যাওয়ার পর এবার সেই ভেন্যুতেই দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে লড়াই করেও ১ উইকেটে হেরে যায় পাকিস্তান।
[আরও পড়ুন: নিখোঁজ ছেলেকে উদ্ধারে সাহায্য BJP বিধায়কের, ‘কৃতজ্ঞতা’য় দলবদল TMC পঞ্চায়েত সদস্যের]
মাঠের ভিতরের এই হতাশা তো ছিলই। শোনা যায়, মাঠের বাইরেও প্রায় সবদিক থেকে প্রবল চাপে বাবররা। এক পাক সাংবাদিকের দাবি, এখন থেকে নয়। সেই জুন মাস থেকে বেতন পাচ্ছেন না পাক ক্রিকেটাররা। অর্থাৎ বিশ্বকাপের আগে পাঁচ মাস বেতন পাননি বাবররা। ওই পাক সাংবাদিকের দাবি পাঁচ মাস ধরে বেতন না পাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত পাকিস্তান দল যার প্রভাব সরাসরি পড়ছে দলের পারফরম্যান্সে।
[আরও পড়ুন: পরপুরুষে মজে স্ত্রী! সন্দেহের বশে অ্যাসিড হামলা স্বামীর, আক্রান্ত মেয়ে ও একরত্তি নাতিও]
অথচ, বিশ্বকাপের আগেই বাবরদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছিল। বাবরদের বেতন প্রায় দ্বিগুণ করা হয়েছিল। তবে সেটা শুধু ঘোষণাই, বাস্তবে কার্যকর হয়নি বলেই খবর। শুধু তাই নয়, পাক বোর্ডের প্রধান জাকা আশরাফের সঙ্গে অধিনায়ক বাবরের নাকি কথাও বন্ধ। সব মিলিয়ে পাক ক্রিকেট দল এখন অথৈ জলে।