সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ পর্যন্ত বিশ্বকাপে সবটা পরিকল্পনা মতোই এগোচ্ছিল টিম ইন্ডিয়ার (Team India)। চার ম্যাচে চারটিতেই সহজ জয়। লিগ টেবিলে দ্বিতীয় স্থান। বোলার হোক বা ব্যাটার, দলের অধিকাংশ ক্রিকেটারই নিজেদের সেরা ফর্মের কাছাকাছি। এ পর্যন্ত সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু বাংলাদেশ ম্যাচে একটি চোট, যেন সব তাল কেটে দিল। চোটের জন্য নিউজিল্যান্ড ম্যাচে পাওয়া যাচ্ছে না দলের এক নম্বর অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়াকে (Hardik Pandya)। টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে তাই পরিকল্পনা বদলাতে হচ্ছে টিম ইন্ডিয়াকে।
হার্দিকের অভাব যে ভারতীয় দলকে ভোগাবে সেটা ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্সে এসে স্বীকার করে গেলেন কোচ রাহুল দ্রাবিড়ও। ভারতীয় দলের হেডকোচ বলে গেলেন,”হার্দিক আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ক্রিকেটার। উপযোগী অলরাউন্ডার। কিন্তু ও খেলতে পারবে না। কখনও কখনও এই ধরনের পরিস্থিতি হয়। সেটা মেনে নেওয়া ছাড়া উপায় নেই।”
[আরও পড়ুন: অসুস্থকে নিয়ে ‘মা’ উড়ালপুলে উঠল রিকশা, প্রশ্নের মুখে ট্রাফিক নজরদারি]
এখন প্রশ্ন হল, হার্দিকের অনুপস্থিতিতে টিম কম্বিনেশন কী হবে? সেটা নিয়ে সরাসরি রাহুল দ্রাবিড় (Rahul Dravid) কিছু না বললেও টিম ইন্ডিয়ার অন্দরের খবর, হার্দিকের শূন্যতা পূরণ করতে দলে জোড়া পরিবর্তন করা হতে পারে। প্রথমত, হার্দিকের ব্যাটিং পজিশন অর্থাৎ ৬ নম্বরে ফিনিশার হিসাবে খেলানো হতে পারে সূর্যকুমার যাদবকে। তাতে বোলিং বিভাগ দুর্বল হবে। হার্দিকই ভারতীয় দলে মূলত ৩ নম্বর পেসারের ভূমিকা পালন করছিলেন। আর শার্দূল ঠাকুরকে (Shardul Thakur) বিশ্বকাপে একেবারেই ছন্দে দেখা যায়নি। তাই বিকল্প হিসাবে টিম ম্যানেজমেন্ট শার্দূলকে বসিয়ে শামিকে খেলিয়ে দেবে, এটা একপ্রকার নিশ্চিত। তাতে অবশ্য ভারতীয় দলের ব্যালেন্স অনেকটাই গড়বড় হবে। একদিকে যেমন ৮ নম্বরে বোলিং অলরাউন্ডার খেলানোর চেষ্টা এতদিন ধরে হয়ে আসছে, সেটা হবে না। অন্যদিকে তেমনি দলের কাছে ষষ্ঠ বোলিং বিকল্পও সেভাবে থাকছে না।
[আরও পড়ুন: মাকে খুন করে আত্মহত্যার নাটক! গল্প ফেঁদেও শ্রীঘরে ‘গুণধর’ ছেলে]
তবে স্বস্তির খবর, যে পাঁচ বোলারকে খেলানোর কথা টিম ম্যানেজমেন্ট ভাবছে সেই পাঁচজনই ভাল ছন্দে। বিশেষত স্পিনাররা। কোচ দ্রাবিড়ের কথা অনুযায়ী, “আমরা বিপক্ষের কথা ভাবছি না। আমাদের কাজ উইকেট নেওয়া। জাদেজা-কুলদীপদের মতো স্পিনাররা থাকায় সুবিধা হয়। আমাদের আগের ম্যাচগুলোতে ওরা দুর্দান্ত পারফর্ম করেছে।” শার্দূল ঠাকুরের খারাপ ফর্ম নিয়ে রাহুল দ্রাবিড়ের বক্তব্য,”শার্দূল বোলিং অলরাউন্ডার হিসাবে দলে খেলছে। ওর কাজটা ও জানে। মাঝের ওভারগুলোতে বল করে। ব্যাট হাতেও অনুশীলনে খুব চেষ্টা করছে। তবে আমরা পরিস্থিতি বুঝে টিম কম্বিনেশন ঠিক করব শার্দূল খেলবে না অশ্বিন খেলবে। ভুলে গেলে হবে না শামিও কিন্তু বসে রয়েছে।”