সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ড্রেসিংরুমে প্রথম দিন। ঢুকেই শচীন তেণ্ডুলকরের (Sachin Tendulkar) পা ছুঁয়েছিলেন। তার পর থেকেই শুরু ভারতীয় ক্রিকেটে বিরাট-যাত্রা। বুধবারের ওয়াংখেড়েতে সেই শচীনের সামনেই তাঁর জোড়া নজির ভাঙলেন। একমাত্র ক্রিকেটার হিসাবে ওয়ানডেতে হাঁকালেন ৫০ তম সেঞ্চুরি। এক বিশ্বকাপে সবচেয়ে বেশি রানও করলেন। প্রিয় উত্তরসূরিকে বুকে জড়িয়ে ধরলেন শচীন। ক্রিকেটের মাটিতে রাজাকে বরণ করে নিলেন আপ্লুত ঈশ্বর।
বিশ্বকাপ (ICC World Cup 2023) সেমিফাইনালে কখনও দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি বিরাট কোহলি (Virat Kohli)। কিন্তু বুধবার সোজা সেঞ্চুরি হাঁকিয়ে থামলেন। মাত্র ১০ দিনের ব্যবধানে দুবার সেঞ্চুরি করলেন। একমাত্র ক্রিকেটার হিসাবে ওয়ানডেতে ৫০টি সেঞ্চুরির মালিক বিরাট কোহলি। পাশাপাশি এক বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের নজির গড়লেন। একমাত্র ব্যাটার হিসাবে বিশ্বকাপের এক সংস্করণে ৭০০ রানের গণ্ডিও পেরিয়েছেন।
[আরও পড়ুন: পিচ বিতর্কে উত্তাল ক্রিকেটমহল, ইডেন যুদ্ধের আগে কী বলছেন অজি অধিনায়ক কামিন্স?]
মাঠে বসে বিরাটের নজির ভাঙা ব্যাটিং দেখেছেন শচীন। ক্র্যাম্প সহ্য করেই দুরানের জন্য দৌড়লেন বিরাট। পূরণ করলেন ৫০ তম সেঞ্চুরি। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে অভিনন্দন জানান শচীন। তার পরেই আবেগঘন টুইট করেন মাস্টার ব্লাস্টার। বিরাটকে প্রথম দেখার স্মৃতি উসকে দিয়ে বলেন, তাঁর হৃদয় ছুঁয়েছেন বিরাট। মাস্টারের মতে, “এক ভারতীয় আমার রেকর্ড ভেঙেছে, তাও বিশ্বকাপ সেমিফাইনালের মতো বড় মঞ্চে, আমার ঘরের মাঠে।”
ভারতীয় ইনিংস শেষ হওয়ার পরেই মাঠে চলে আসেন শচীন। বিরাটকে সামনে পেয়েই জড়িয়ে ধরেন। কিংকে সামনে পেয়ে আপ্লুত হয়ে পড়েন ডেভিড বেকহ্যামও। তিনিও জড়িয়ে ধরে অভিনন্দন জানান বিরাটকে। দুরন্ত ইনিংস খেলে আবেগপ্রবণ হয়ে পড়েন কিং কোহলি। ইনিংসের বিরতিতে জানান, স্ত্রী অনুষ্কার সামনে এই ইনিংস খুবই স্পেশাল।