রাজর্ষি গঙ্গোপাধ্যায়: বিশ্বকাপ চলাকালীনই দেশে ফিরে গেলেন বাংলাদেশ (Bangladesh) অধিনায়ক শাকিব আল হাসান (Shakib Al Hassan)। জানা গিয়েছে, ছন্দে ফিরতে ছোটবেলার কোচের কাছে প্র্যাকটিস করতে চান শাকিব। তবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচের আগেই ফিরে আসবেন তিনি। আগামী ২৮ অক্টোবর ইডেনে ম্যাচ খেলতে পারবেন শাকিব। প্রসঙ্গত, চলতি বিশ্বকাপে (ICC World Cup 2023) একেবারেই ভালো পারফর্ম করতে পারেননি বাংলাদেশি অলরাউন্ডার।
ভারতের বিরুদ্ধে চোটের কারণে খেলতে পারেননি শাকিব। তবে বাংলাদেশের অন্যান্য ম্যাচগুলোতে খেললেও একেবারেই ছাপ ফেলতে পারেননি তিনি। ব্যাট হাতে তাঁর সর্বোচ্চ স্কোর ৪০। বোলিংয়েও নিজের সেরা ফর্মের ধারেকাছে নেই শাকিব। সব মিলিয়ে, বিশ্বকাপে একেবারে ব্যর্থ বাংলাদেশ অধিনায়ক। সূত্রের খবর, শাকিবের মনে হচ্ছে তিনি ছন্দের অভাবে ভুগছেন। তাই ছোটবেলার কোচের কাছে গিয়ে ভুল শুধরে নিতে চান।
[আরও পড়ুন: কালো ব্যান্ড পরে ডাচদের বিরুদ্ধে খেলছে অস্ট্রেলিয়া, কিন্তু কেন?]
জানা গিয়েছে, ছোটবেলার কোচ নাজমুল আবেদিন ফাহিমের কাছে গিয়ে ট্রেনিং করবেন বাংলাদেশ অধিনায়ক। তবে খুব বেশিদিনের জন্য নয়। আগামী ২৭ অক্টোবরই ফের ভারতে ফিরে আসবেন শাকিব। পরের দিনই ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। সেই ম্যাচেই খেলতে পারেন শাকিব।
ইতিমধ্যেই কলকাতায় এসে গিয়েছে বাংলাদেশ দল। কিন্তু দলের সঙ্গে আসেননি অধিনায়ক। বুধবারই বাংলাদেশ চলে গিয়েছেন তিনি। সেখানেই দুদিনের জন্য কোচের কাছে প্র্যাকটিস করবেন শাকিব। প্রসঙ্গত, ২০১৯ সালের বিশ্বকাপে ব্যাটে-বলে অসাধারণ পারফর্ম করেছিলেন শাকিব। কিন্তু চলতি বিশ্বকাপে সেই শাকিবের ঝলক দেখতে পাননি ক্রিকেটপ্রেমীরা।