সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ের পরে সিনিয়র দলে সুযোগ। এবার মেন ইন ব্লুর হয়ে বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছেন। ভারতীয় ক্রিকেটের আগামী দিনের সুপারস্টার হিসাবেও তাঁর কথাই অনেকের মাথায় আসে। কিন্তু সেই শুভমান গিলের (Shubhman Gill) আদর্শ কে? কাকে সামনে রেখে নিজের কেরিয়ারে এগিয়ে যেতে চান পাঞ্জাব কা পুত্তর? সেই রহস্য ফাঁস করলেন শুভমানের বাবা লখবিন্দর গিল। বিশ্বকাপ ফাইনাল দেখতে আহমেদাবাদ গিয়েছেন তিনি।
একটি সংবাদপত্রকে সাক্ষাৎকার দিয়েছেন লখবিন্দর। সেখান থেকেই জানা যায়, শুভমানের মধ্যে ছোট থেকেই ক্রিকেট প্রতিভা দেখতে পেয়েছিলেন তিনি। ছেলেকে ক্রিকেটার বানাবেন, সেই লক্ষ্যে নিজের ভিটেমাটিও ছেড়েছিলেন। গ্রাম ছেড়ে চণ্ডীগড়ে চলে আসেন, যেন ছেলেকে আরও ভালো ক্রিকেট কোচিং দিতে পারেন। শুভমানের ক্রিকেটার হওয়ার নেপথ্যে বিরাট অবদান লখবিন্দরের।
[আরও পড়ুন: ফাইনালে হামাস-ইজরায়েল দ্বন্দ্বের ছায়া, মাঠে ঢুকে বিরাটকে জড়িয়ে ধরলেন প্যালেস্তিনীয় সমর্থক]
ক্রিকেট অ্যাকাডেমি থেকে শুরু শুভমানের দাপট। সেখান থেকে আজ ভারতের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেটে শাসন চালিয়ে যাচ্ছেন তরুণ তুর্কি। তবে জাতীয় দলে বিশেষ একজনকে আদর্শ মানেন শুভমান। কঠিন সময়ের মধ্যে পড়লেও সেই অগ্রজ সতীর্থের কাছেই ছুটে যান ভারতীয় ওপেনার।
কে সেই সতীর্থ? ফাইনালের আগে তাঁর নাম খোলসা করেছেন লখবিন্দর। সাক্ষাৎকারে তিনি জানান, “জাতীয় দলে বিরাট কোহলির (Virat Kohli) মতো সতীর্থ পেয়েছে শুভমান। চোখের সামনে একজন কিংবদন্তিকে দেখছে, তাঁর থেকে শিখছে। বিরাট ওকে সবসময় আগলে রাখে। কঠিন সময়েও শুভমানকে পরামর্শ দেয় বিরাট।” ফাইনাল দেখতে আহমেদাবাদ গিয়েছেন শুভমানের বাবা। সেখানেই বিরাটের সঙ্গেও দেখা হয় তাঁর। যদিও বিরাটের সঙ্গে বেশি কথা হয়নি লখবিন্দরের।