দক্ষিণ আফ্রিকা: ৩৫৭/৪ (ডুসেন ১৩৩, ডি’কক ১১৪)
নিউজিল্যান্ড: ১৬৭ (ফিলিপ্স ৬০, মহারাজ ৪/৪৬, জানসেন ৩/৩১)
১৯০ রানে জয়ী দক্ষিণ আফ্রিকা।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জমে গেল বিশ্বকাপের (ICC World Cup 2023) লড়াই। দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে বড় ব্যবধানে হারল নিউজিল্যান্ড (New Zealand)। ফলে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে বেঁচে রইল পাকিস্তান ও আফগানিস্তান। এদিন ব্যাটে-বলে দাপট দেখিয়ে সেমিফাইনাল কার্যত নিশ্চিত করে ফেলল প্রোটিয়া ব্রিগেড। বিশ্বকাপের পয়েন্ট টেবিলের শীর্ষেও পৌঁছে গেল তারা। বড় ব্যবধানে হেরে চাপ বাড়ল নিউজিল্যান্ডের উপর।
এদিন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। প্রথমেই বিপক্ষ অধিনায়ক টেম্বা বাভুমাকে ফিরিয়ে দেন ট্রেন্ট বোল্ট। তার পর থেকেই শুরু হয় কুইন্টন ডি’কক ও রাসি ভ্যান ডার ডুসেনের শাসন। কিউয়ি বোলিং নিয়ে ছেলেখেলা করেন দুই ব্যাটার। চলতি বিশ্বকাপের চতুর্থ সেঞ্চুরি হাঁকান ডি’কক। ঝোড়ো শতরান আসে ডুসেনের ব্যাট থেকেও। ২০০ রানের এই পার্টনারশিপেই ম্যাচ থেকে হারিয়ে যায় নিউজিল্যান্ড। ৫০ ওভারের শেষে ৩৫৭ রানে থামে দক্ষিণ আফ্রিকা।
[আরও পড়ুন: কেন্দ্রীয় চুক্তিতে রাখেনি বোর্ড, ভরা বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত ইংরেজ তারকার]
বড় টার্গেট তাড়া করতে নেমে প্রথম থেকেই চাপে ছিল নিউজিল্যান্ড। আগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনশো রান তুললেও এদিন প্রোটিয়া পেস ব্যাটারির সামনে আত্মসমর্পণ করেন রাচীন রবীন্দ্ররা। ফর্মে থাকা ডেভন কনওয়ে, ড্যারেল মিচেল- কেউই দাঁড়াতে পারেননি। ধর্মশালার পিচে ভেলকি দেখান কেশব মহারাজও। চার উইকেট তুলে নেন। কিউয়িদের হয়ে সামান্য লড়াই করেন উইল ইয়ং ও গ্লেন ফিলিপ্স। শেষ পর্যন্ত ১৬৭ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ১৯০ রানের বিশাল ব্যবধানে ম্যাচ হারল কিউয়ি ব্রিগেড।
এই জয়ের পরে ৮ পয়েন্টেই আটকে রইল নিউজিল্যান্ড। ৬ পয়েন্ট করে পেয়ে কালো জার্সিধারীদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে পাকিস্তান ও আফগানিস্তান। এখনও তিনটি ম্যাচ বাকি রয়েছে আফগান ব্রিগেডের। পাকিস্তানের বাকি দুটি ম্যাচ। ফলে ১০ পয়েন্টে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে দুই দলেরই। নিউজিল্যান্ড পরের ম্যাচগুলোতে পয়েন্ট নষ্ট করলে এই দুই দলের সামনে শেষ চারে যাওয়ার সুযোগ আরও উজ্জ্বল হতে পারে।