সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোয়ালিফায়ার পর্ব শেষ হওয়ার পরেই চূড়ান্ত হয়ে গেল বিশ্বকাপের (ICC World Cup) সূচি। দ্বিতীয় দল হিসাবে কোয়ালিফায়ার খেলে বিশ্বকাপের মূল পর্বে উঠে গেল নেদারল্যান্ডস। তাদের বিরুদ্ধেই গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ভারত। ইতিমধ্যেই বিশ্বকাপের মূলপর্বে উঠে গিয়েছিল শ্রীলঙ্কা। কোয়ালিফায়ারের দ্বিতীয় দল হিসাবে বিশ্বকাপ খেলতে নামবেন ওয়ানিন্দু হাসারাঙ্গারা। দুই দল বিশ্বকাপে জায়গা করে নেওয়ার ফলে মেন ইন ব্লুর বিশ্বকাপ সূচিও চূড়ান্ত হয়ে গেল।
বৃহস্পতিবার শেষ হয়েছে বিশ্বকাপের (ICC World Cup 2023) কোয়ালিফায়ার পর্ব। আগেই মেগা টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। তবে কোয়ালিফায়ার শেষ হওয়ার আগেই বিশ্বকাপে নিজেদের জায়গা পাকা করে ফেলেছিল শ্রীলঙ্কা। কিন্তু দ্বিতীয় দল হিসাবে কারা উঠবে টুর্নামেন্টের মূল পর্বে, তা নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই ছিল শেষ দিন পর্যন্ত। স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস- দুই দলের সামনেই বিশ্বকাপ খেলার সুযোগ ছিল। শেষ পর্যন্ত বাজিমাত করল ডাচরাই।
[আরও পড়ুন: প্রেমে প্রত্যাখ্যান, অস্ট্রেলিয়ায় ভারতীয় বংশোদ্ভূত ছাত্রীকে জ্যান্ত কবর দিল যুবক!]
স্কটল্যান্ডের বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচে প্রথম থেকেই দাপট দেখায় নেদারল্যান্ডস। প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৭৭ রান করে স্কটল্যান্ড। পাঁচ উইকেট তুলে নিয়ে স্কটল্যান্ড ইনিংসকে ধাক্কা দেন বাস দি’লিড। তারপর ব্যাট করতে নেমে চাপের মুখে পড়ে ডাচরা। সেই সময়েও ত্রাতা হয়ে ওঠেন সেই দি’লিডই। ১২৩ রানের ইনিংস খেলে জয়ের ভিত গড়ে দেন। চার উইকেটে ম্যাচ জিতে সোজা বিশ্বকাপের টিকিট পেয়ে যায় নেদারল্যান্ডস। ২০১১ সালের পর এই প্রথম বিশ্বকাপ খেলতে নামবে তারা।
কোয়ালিফায়ারের পয়েন্ট তালিকার শীর্ষে থাকার দরুণ বিশ্বকাপে কোয়ালিফায়ার ১ হিসাবে খেলতে নামবে নেদারল্যান্ডস। অর্থাৎ, গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের (Indian Cricket Team) মুখোমুখি হবে তারা। কোয়ালিফায়ার ২ অর্থাৎ শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের ম্যাচ ২ নভেম্বর। বিশ্বজয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামেই মুখোমুখি হবে দুই দল।
একনজরে দেখে নিন বিশ্বকাপে ভারতের সূচি।
ভারত বনাম অস্ট্রেলিয়া ৮ অক্টোবর, চেন্নাই
ভারত বনাম আফগানিস্তান ১১ অক্টোবর, দিল্লি
ভারত বনাম পাকিস্তান ১৫ অক্টোবর, আহমেদাবাদ
ভারত বনাম বাংলাদেশ ১৯ অক্টোবর, পুণে
ভারত বনাম নিউ জিল্যান্ড ২২ অক্টোবর, ধর্মশালা
ভারত বনাম ইংল্যান্ড ২৯ অক্টোবর, লখনউ
ভারত বনাম শ্রীলঙ্কা ২ নভেম্বর, মুম্বই
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ৫ নভেম্বর, কলকাতা
ভারত বনাম নেদারল্যান্ডস ১১ নভেম্বর, বেঙ্গালুরু