সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের (ICC World Cup 2023) প্রথম ম্যাচেই দুরন্ত ব্যাটিং করেছন। কঠিন পরিস্থিতি থেকে দুরন্ত ইনিংস খেলে দলকে পৌঁছে দিয়েছেন জয়ের দোরগোড়ায়। ৮৫ রানের ইনিংস খেলে শচীন তেণ্ডুলকরের (Sachin Tendulkar) রেকর্ডও ভেঙে ফেললেন বিরাট কোহলি (Virat Kohli)। এক ইনিংসে মোট তিনটি রেকর্ডের মালিক হলেন তিনি। যদিও অল্পের জন্য সেঞ্চুরি ফস্কে বেশ হতাশ হয়ে পড়েছিলেন কিং কোহলি। তাঁর মাথা চাপড়ানোর ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমে মোট চারটি রেকর্ড গড়েন বিরাট। প্রথমে ফিল্ডার হিসাবে অনিল কুম্বলের নজির ভাঙেন তিনি। ওয়ানডে বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড ছিল কুম্বলের। অজি ম্যাচে ১৫টি ক্যাচ ধরে নতুন নজির গড়েন বিরাট। প্রসঙ্গত, ২৮টি ক্যাচ ধরে এই তালিকায় সকলের উপরে রয়েছেন রিকি পন্টিং।
[আরও পড়ুন: হামাসের হামলায় মৃত মার্কিনিরা, ইজরায়েলে যুদ্ধবিমান-রণতরী পাঠাল ক্ষুব্ধ আমেরিকা]
তার পর কঠিন পরিস্থিতিতে ব্যাট করতে নামেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। ২০০ রান তাড়া করতে নেমে মাত্র দুই রানে তিন উইকেট হারিয়ে ধুঁকছে ভারত। সেই সময়েই ৮৫ রানের দুরন্ত ইনিংস আসে বিরাটের ব্যাট থেকে। বিশ্বকাপে রান তাড়া করে ভারতের জয়ের ক্ষেত্রে এটাই চেজমাস্টার বিরাটের সর্বোচ্চ রানের ইনিংস। ৮৫ রানের ইনিংস খেলে শচীনের দুটি নজিরও ভাঙেন তিনি। ওয়ানডে ক্রিকেটে রান তাড়া করার ক্ষেত্রে সবচেয়ে বেশি রান করেছেন বিরাট। তাছাড়াও আইসিসি টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করা ভারতীয়দের তালিকায় সকলের উপরে উঠে এসেছেন।
তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করার সুযোগ হারিয়ে হতাশ হয়ে পড়েন বিরাট। আগ্রাসী শট খেলতে গিয়ে জশ হ্যাজেলউডের শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন। ড্রেসিংরুমে বসে কপাল চাপড়াতে শুরু করেন। সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। তবে বিরাটের লড়াকু ইনিংস দেখে মুগ্ধ ক্রিকেটপ্রেমী থেকে বিশেষজ্ঞরা।