shono
Advertisement

Breaking News

ICC World Cup 2023: সিএবি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে কাটল জট, বিশ্বকাপের টিকিট পেলেন বিধায়করা

বৃহস্পতিবারই বিধানসভায় পৌঁছেছে টিকিট।
Posted: 04:20 PM Nov 02, 2023Updated: 05:01 PM Nov 02, 2023

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বিধানসভা স্পিকারের সঙ্গে সিএবি প্রেসিডেন্টের দেখা হওয়ার পরেই কাটল বিশ্বকাপের টিকিট জট। বৃহস্পতিবারই বিধানসভায় (West Bengal) পৌঁছে গিয়েছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট। প্রত্যেক বিধায়কের হাতে একটি করে টিকিট তুলে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ইডেনে আয়োজিত বিশ্বকাপে (ICC World Cup 2023) ম্যাচের টিকিট না পেয়ে ক্ষুব্ধ হয়েছিলেন বিধায়করা। তার পরেই সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে ডেকে পাঠান বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

Advertisement

ইডেনে ভারতের ম্যাচ থাকলে বিধায়কদের অন্তত একটা করে টিকিট দেওয়াটা দস্তুর। কিন্তু দক্ষিণ আফ্রিকা ম্যাচের একটি টিকিটও বিধায়কদের দেওয়া হয়নি। যা নিয়ে ক্ষোভপ্রকাশ করে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে (Snehasis Ganguly) চিঠি দিয়েছিলেন খোদ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। চিঠিতে ক্ষোভপ্রকাশ করে সিএবি সভাপতিকে স্পিকার জানান, ২৯৩ জন বিধায়কের জন্য টিকিট চাই। কিন্তু একটাও টিকিট আসেনি। 

[আরও পড়ুন: ওয়াংখেড়েতে শাপমুক্তি হল না রোহিতের, ঘরের মাঠে ফের ব্যর্থ হিটম্যান]

ম্যাচের টিকিট কেন বিধায়কদের দেওয়া হচ্ছে না? স্পিকারের চিঠি পাওয়ার পর বুধবারই তড়িঘড়ি সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বিধানসভায় গিয়ে তাঁর সঙ্গে দেখা করে এসেছেন। বেশ কিছুক্ষণ কথা বলেন স্পিকারের সঙ্গে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, ২৯৩ জন বিধায়কের জন্য সর্বোচ্চ একটি করে টিকিট দেওয়ার ব্যাপারে সুর নরম করেছেন সিএবি সভাপতি।

দুপক্ষের এই আলোচনার পরের দিনই বিধানসভায় পৌঁছে যায় বিশ্বকাপের টিকিট। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরেই ২৯৩ জন বিধায়কের জন্য টিকিট পাঠিয়ে দেওয়া হয়। স্পিকার নিজেই বিধায়কদের মধ্যে টিকিট বন্টন শুরু করেছে বলে খবর। প্রসঙ্গত, ইডেনের টিকিট বিক্রি নিয়ে ইতিমধ্যেই ব্যাপক অস্বচ্ছতার অভিযোগ উঠেছে। সিএবিকে নোটিস দিয়েছে কলকাতা পুলিশ। 

[আরও পড়ুন: ১০০ দিনের কাজের বকেয়া নিয়ে ছড়ানো হচ্ছে ‘ভুল তথ্য’! কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement