সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধানসভা ভোট শুরু হতেই মাও আতঙ্ক ফিরল ছত্তিশগড়ে৷ প্রথম দফার মতো দ্বিতীয় দফার ভোটের আগেও ফের দান্তেওয়াড়ায় আইইডি বিস্ফোরণ ঘটাল মাওবাদীরা৷ এখনও পর্যন্ত একজন সিআইএসএফ জওয়ান ও চারজন নিরীহ মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা৷
[ উপত্যকায় ভারতীয় সেনার সাফল্য, এনকাউন্টারে খতম ২ জঙ্গি]
বিধানসভা ভোট শুরু হয়েছে ছত্তিশগড়ে৷নিরাপত্তা ব্যবস্থায়ও কোনও খামতি রাখেনি প্রশাসন৷কিন্তু, ঘটনা হল, ভোটের মরশুমে ছত্তিশগড়ে একের এক বিস্ফোরণ ঘটিয়ে চলেছে মাওবাদীরা৷ গত সোমবার, প্রথম দফার ভোটের দিন, সকালে দান্তেওয়াড়ার কটেকল্যাণ এলাকায় বুথের কাছে আইইডি বিস্ফোরণ ঘটেছিল৷ দ্বিতীয় দফায় ভোটের আগে ফের মাও নাশকতা সেই দান্তেওয়াড়াতেই৷ আইইডি বিস্ফোরণে এখনও পর্যন্ত একজন সিআইএসএফ জওয়ান ও চারজন সাধারণ নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ রীতিমতো আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা৷ আগামী মঙ্গলবার দ্বিতীয় দফার বিধানসভা ভোট ছত্তিশগড়ে৷
বস্তুত, শুধু প্রথম দফায় ভোটের দিনই নয়, গত বুধবারও ছত্তিশগড়ে সুকমার বিজাপুরে আইইডি বিস্ফোরণ ঘটিয়েছে মাওবাদীরা৷ বিস্ফোরণে গুরুতর জখম হন চারজন বিএসএফ জওয়ান, একজন ডিআরজি ও একজন স্থানীয় বাসিন্দা৷ জানা গিয়েছে, দ্বিতীয় দফার ভোটের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছিলেন জওয়ানরা৷ তখনই আইইডি বিস্ফোরণ ঘটে৷এদিকে আবার ছত্তিশগড়ের সুকমার বিজাপুরের বৈরামগড় থানার একটি ভোটগ্রহণ কেন্দ্রের পাশ থেকে তিনটি আইইডি উদ্ধার করেছেন কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা৷
[ মাত্র ২২ পয়সা বরাদ্দ বাড়িয়ে মিড-ডে মিলে দুধ খাওয়ানোর প্রস্তাব কেন্দ্রের]
The post দ্বিতীয় দফার ভোটের আগে ফের মাও নাশকতা ছত্তিশগড়ে, বিস্ফোরণে মৃত ৫ appeared first on Sangbad Pratidin.