shono
Advertisement

মাসুদকে ‘জঙ্গি’ঘোষণা করতে চিনকে চরম সময়সীমা দিল ভারত

এখনও মাসুদকে সমর্থন করলে ফল ভাল হবে না, স্পষ্ট জানাল নয়াদিল্লি৷ The post মাসুদকে ‘জঙ্গি’ ঘোষণা করতে চিনকে চরম সময়সীমা দিল ভারত appeared first on Sangbad Pratidin.
Posted: 03:42 PM Dec 30, 2016Updated: 10:12 AM Dec 30, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক জঙ্গি মৌলানা মাসুদ আজহার প্রসঙ্গে নয়াদিল্লির ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে৷ চিন যদি এখনও মাসুদকে জঙ্গি বলে ঘোষণা না করে, তাহলে চিনকে সন্ত্রাসে মদতদাতা বলে উল্লেখ করে রাষ্ট্রসংঘে বক্তব্য পেশ করবে ভারত৷ মাসুদকে জঙ্গির তকমা দেওয়ার জন্য চিনকে এই সপ্তাহটুকুই সময় দিছে ভারত৷ অন্যথায় কূটনৈতিক স্তরে ভারতও চরম পদক্ষেপ করবে৷

Advertisement

পাঠানকোট হামলার মূলচক্রী মাসুদ আজহার, জানাল এনআইএ

পাঠানকোটে জঙ্গি হামলার মাস্টারমাইন্ড এই মাসুদ আজহার৷ জৈশ-এ-মহম্মদ প্রধানকে আন্তর্জাতিক জঙ্গি বলে তকমা দিতে চেয়েছিল ভারত৷ কিন্তু রাষ্ট্রসংঘে ভারতের এই দাবির বিরুদ্ধে স্থগিতাদেশ চায় চিন৷ ১৫টি গুরুত্বপূর্ণ সদস্য রাষ্ট্রের মধ্যে একমাত্র চিনই মাসুদকে ‘জঙ্গি’ বলে ঘোষণা করার বিরোধিতা করে৷ আন্তর্জাতিক জঙ্গি বলে ঘোষণা করলে মাসুদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে তার যাতায়াত- সব কিছুর উপরেই নিষেধাজ্ঞা লাগু হবে বিশ্বজুড়ে৷ সেটাই চায় ভারত৷

মাসুদ আজহারকে ‘জঙ্গি’ ঘোষণায় বিরোধিতা চিনের

গত ৫ নভেম্বর জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত দোভাল সঙ্গে চিনের স্টেট কাউন্সিলারের বৈঠকে ভারতের অবস্থান স্পষ্ট করেন৷ কিন্তু চিন তাদের অবস্থানে অনড় থাকে৷ বেজিংয়ের দাবি, মাসুদের বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ দেখাতে পারেনি নয়াদিল্লি৷ ভারতও পাল্টা এনআইএ-র চার্জশিটকে হাতিয়ার করে রাষ্ট্রসংঘের দ্বারস্থ হচ্ছে৷ মাসুদকে এখনও জঙ্গি বলে ঘোষণা না করলে ভারতও তার পরবর্তী পদক্ষেপ স্থির করে ফেলেছে৷ জেইএম-এর কুখ্যাত জঙ্গি ও মাসুদের ভাই আবদুল আজহার রউফের গায়েও আন্তর্জাতিক জঙ্গির তকমা চেয়ে আন্তর্জাতিক স্তরে দাবি জানাবে ভারত৷ চিন বিরোধিতা করলে সেক্ষত্রে বেজিংয়ের বিরুদ্ধে সন্ত্রাসে মদতদাতা বলে রাষ্ট্রসংঘে জোরাল প্রচার চালাবে ভারত৷

পাঠানকোট কাণ্ড: মাসুদের বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি

The post মাসুদকে ‘জঙ্গি’ ঘোষণা করতে চিনকে চরম সময়সীমা দিল ভারত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement