shono
Advertisement

Breaking News

বৈপ্লবিক সিদ্ধান্ত! নীল কার্ড আনার ভাবনা ফুটবলে

নীল কার্ড দেখলে ১০ মিনিটের জন্য সংশ্লিষ্ট ফুটবলারকে মাঠের বাইরে যাওয়ার নির্দেশ দেওয়া হবে।
Posted: 06:59 PM Feb 09, 2024Updated: 06:59 PM Feb 09, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাল-হলুদ কার্ড (Red and Yellow Card) ফুটবলে আগেই ছিল। এবার যুক্ত তার সঙ্গে যুক্ত হতে চলেছে নীল কার্ডও। ফিফা অবশ্য জানিয়ে দিয়েছে, মেগা টুর্নামেন্টের আসরে এখনই নীল কার্ড (Blue Card) ব্যবহার করা হবে না। সেভাবে বললে, নীল কার্ড নিয়ে পরীক্ষা নিরীক্ষা এখন করা হবে। 
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আগামী মরশুম থেকে লাল ও হলুদ কার্ডের পাশাপাশি নীল কার্ডও ব্যবহার করতে চায় ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড। ইংল্যান্ডের এফএ বা ফুটবল অ্যাসোসিয়েশন যদি রাজি থাকে সেক্ষেত্রে এফএ কাপ কিংবা লিগ কাপের মতো টুর্নামেন্টে চালু করা যেতে পারে নীল কার্ড। 

Advertisement

[আরও পড়ুন: বিরাট-ফ্যাফ ডু প্লেসিস নন, আইপিএলে সেরা ওপেনিং জুটি কোনটা? জানালেন গাভাসকর]

এখন প্রশ্ন হল, কোন ক্ষেত্রে নীল কার্ড পকেট থেকে ব্যবহার করবেন রেফারি? যদি নীল কার্ড চালুই করা হয়, তাহলে তা ব্যবহার করা হবে হলুদ ও লাল কার্ডের মাঝামাঝি কোনও অপরাধের ক্ষেত্রে। খারাপ ব্যবহার, অত্যন্ত নিকৃষ্ট মানের ফাউল করে বসলে রেফারি নীল কার্ড বের করতে পারেন। তা দেখানো হতে পারে সংশ্লিষ্ট ফুটবলারকে। শাস্তি হিসেবে ১০ মিনিটের জন্য সংশ্লিষ্ট ফুটবলারকে মাঠের বাইরে যাওয়ার নির্দেশ দেওয়া হবে। শাস্তি কাটিয়ে মাঠে ফেরার পর সংশ্লিষ্ট ফুটবলার যদি ফের নীল কার্ড দেখে বসেন, তাহলে তাঁকে মার্চিং অর্ডার দেওয়া হবে।

[আরও পড়ুন:12th Fail সিনেমার আসল নায়কের সঙ্গে একফ্রেমে রিঙ্কু, এর পর কী হল?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement