সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত ও পাকিস্তানের মধ্যে কার্যতই যুদ্ধ পরিস্থিতি। এই পরিস্থিতিতে শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। পহেলগাঁওয়ের জঙ্গি হামলার তীব্র নিন্দা করে আক্রান্তদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন তিনি।
বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স হ্যান্ডলে লিখেছেন, 'ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে জম্মু ও কাশ্মীরে হওয়া জঙ্গি হামলার তীব্র নিন্দা করেছেন। সমবেদনা জানিয়েছেন আক্রান্তদের পরিবারকে। দুই রাষ্ট্রনেতাই একমত হয়েছেন যে এমন হামলার কোনও যুক্তি হতেই পারে না। এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে যাঁরা মানবতায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।'
পরে ভারতে অবস্থিত ইরানের দূতাবাসের তরফেও এক্স হ্যান্ডলে পোস্ট করে দুই রাষ্ট্রনেতার ফোনে কথোপকথনের কথা জানানো হয়। সেখানে লেখা হয়েছে, গান্ধী-নেহরুর মতো কিংবদন্তি ভারতীয় নেতাদের উল্লেখ করে প্রেসিডেন্ট বলেছেন, ইরান এমন শান্তি, বন্ধুত্ব এবং সহাবস্থানের দূতদের অত্যন্ত সম্মানের চোখে দেখে। তিনি আশা প্রকাশ করেন, বিশ্বের সব দেশের সঙ্গে ভারতের সম্পর্কের ক্ষেত্রে এই চেতনাই বজায় থাকবে।
এর আগে ইরানের বিদেশমন্ত্রী সইদ আব্বাস আরাঘচিকে এক্স হ্যান্ডলে পহেলগাঁও হামলা নিয়ে পোস্ট করতে দেখা গিয়েছিল। তিনি লিখেছিলেন, ‘ভারত ও পাকিস্তান ইরানের দুই ভ্রাতৃপ্রতিম প্রতিবেশী। তাদের সঙ্গে বহু শতাব্দী প্রাচীন সাংস্কৃতিক ও সভ্যতার বন্ধন আমাদের। অন্য প্রতিবেশীদের মতোই তাদেরও আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই। এই কঠিন সময়ে পারস্যের কবি সাদির পঙক্তি মাথায় রেখে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে বোঝাপড়ার উন্নতি ঘটাতে তেহরান প্রস্তুত।’ এরপরই তিনি উল্লেখ করেছেন কবিতাটির। লিখেছেন, ‘মানুষ আসলে সবাই সমান/ একই সার ও আত্মা থেকেই সৃষ্টি/ যদি একজন যন্ত্রণায় কাতর হয়/ অন্যজনেরও হতে থাকে অস্বস্তি।’
বস্তুত পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জেরে ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্ক কার্যত শেষ। নয়াদিল্লির তরফে হামলার পরদিনই ঘোষণা করা হয়েছে, পাকিস্তানের সঙ্গে সিন্ধু চুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত। সেই সঙ্গে বন্ধ করে দেওয়া হয় আটারি সীমান্ত। পাকিস্তানিদের প্রবেশও নিষিদ্ধ ঘোষণা করে ভারত। সমস্ত সার্ক ভিসা বাতিল করে দেওয়া হয়। পালটা পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানও। ইসলামাবাদের তরফেও সমস্ত দ্বিপাক্ষিক চুক্তি বাতিল করা হয়েছে।
