সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের সাংবাদিকদের জন্য শুক্রবার দুপুরে সাংবাদিক বৈঠক করবেন সদ্য প্রাক্তন হয়ে যাওয়া কোচ ইগর স্টিমাচ (Igor Stimac)।
বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে ভারত চূড়ান্ত ব্যর্থ হওয়ার পরেই ভারতীয় ফুটবল ফেডারেশন ছাঁটাই করে ক্রোয়েশিয়ান কোচকে।
[আরও পড়ুন: আফগানিস্তানের বিরুদ্ধে সুপার এইট অভিযান শুরু ভারতের, খেলতে পারেন কুলদীপ]
তার পর থেকেই স্টিমাচ ফুঁসছেন ক্ষোভে। ক্ষতিপূরণ না পেলে এআইএফএফ-এর বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন স্টিমাচ। বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় তিনি জানান, ভারতের সাংবাদিকদের জন্য শুক্রবার দুপুরে সাংবাদিক বৈঠকের আয়োজন করবেন তিনি। স্টিমাচ লিখেছেন, ''ভারতীয় মিডিয়ার প্রিয় বন্ধুদের উদ্দেশে বলছি, আমি নিশ্চিত, গত কয়েক মাস ধরে ভারতীয় ফুটবলের পরিস্থিতি দেখে আমার মতোই আপনারাও বিব্রত, চিন্তিত এবং উদ্বিগ্ন। আজ আমরা এই জায়গায় এসে কেন পৌঁছেছি তা জানার অধিকার রয়েছে আপনাদের।''
স্টিমাচ আরও বলেন, ''আমি একজন সত্যিকারের ভারতীয়। যতটা পারব সাহায্য করব। শুক্রবার ভারতীয় সময় দুপুর দুটো নাগাদ সাংবাদিক বৈঠকের আয়োজন করেছি। দয়া করে আপনারা সাংবাদিক বৈঠকে যোগ দেবেন।''
জাতীয় দলের কোচের চাকরি চলে যাওয়ার পরে স্টিমাচ দায়ী করেছেন ভারতের ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবেকে। যেভাবে তাঁকে কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে, তাকে অনৈতিক বলে উল্লেখ করেছেন স্টিমাচ।
ভারতীয় ফুটবলে স্টিমাচ-যুগের অবসান ঘটলেও মিটছে না তাঁকে নিয়ে বিতর্ক। শুক্রবার দুপুরে স্টিমাচ আস্তিনের শেষ তাস হয়তো ফেলবেন। আপাতত সেদিকেই সবার নজর।