shono
Advertisement

IIFA অনুষ্ঠানে চাঁদের হাট, একঝলকে দেখে নিন কারা হলেন সেরা

২০ বছরের প্রেক্ষিতে সেরা ছবির বিশেষ সম্মান পেল ঋতিক-আমিশার ‘কহো না পেয়ার হ্যায়’। The post IIFA অনুষ্ঠানে চাঁদের হাট, একঝলকে দেখে নিন কারা হলেন সেরা appeared first on Sangbad Pratidin.
Posted: 02:53 PM Sep 19, 2019Updated: 02:53 PM Sep 19, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ২০ বছরে পা দিল ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অর্থাৎ IIFA। সেই ২০০০ সালে শুরু হয়েছিল IIFA অনুষ্ঠানের পথচলা। সেই সফর এবার ২০ বছরে পদার্পন করল। প্রত্যেকবারের মতো এবারেও আইফা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে বসেছিল চাঁদের হাট। পুরস্কৃত হলেন আলিয়া ভাট, রণবীর সিং, ভিকি কৌশল, অদিতি রাও হায়দারি, ঈশান খট্টর, সারা আলি খান, চলচ্চিত্র নির্মাতা শ্রীরাম রাঘবনের মতো ব্যক্তিত্বরা।

Advertisement

[আরও পড়ুন:  রানুতে মুগ্ধ, এবার তাঁর সঙ্গে গান গাইতে চান কুমার শানু]

সেরা ছবির পুরস্কার পেল মেঘনা গুলজারের স্পাই ড্রামা ‘রাজি’। ‘অন্ধাধুন’ ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতলেন শ্রীরাম রাঘবন। ‘পদ্মাবত’-এর জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন রণবীর সিং। বিগত ২০ বছরের প্রেক্ষিতে সেরা ছবির বিশেষ সম্মান দেওয়া হল ‘কহো না পেয়ার হ্যায়’ ছবিকে।

নিয়মিত বিভাগ ছাড়াও এবার ২০ বছর উপলক্ষে বিশেষ কয়েকটি পুরস্কার ঘোষণা করা হয় IIFA-র মঞ্চে। গত ২০ বছরের পরিপ্রেক্ষিতে পুরস্কার তুলে দেওয়া হল দীপিকা পাডুকোন (চেন্নাই এক্সপ্রেসের জন্যে), রণবীর কাপুর (বরফি ছবির জন্যে), রাজকুমার হিরানি (থ্রি ইডিয়টস ছবির জন্যে), প্রীতম (অ্যায় দিল হ্যায় মুশকিল ছবির গানের জন্যে) হাতে। হিন্দি ছবির জগতে অনন্য অবদানের জন্যে আউটস্ট্যান্ডিং কনট্রিবিউশন পুরস্কার কোরিওগ্রাফার সরোজ খানের হাতে তুলে দেন মাধুরী দীক্ষিত।

[আরও পড়ুন: মিড ডে মিল রাঁধুনি ‘খিচুড়ি আন্টি’ই এবার কেবিসি’র কোটিপতি]

সেরা ছবি: রাজি

সেরা পরিচালক: শ্রীরাম রাঘবন (অন্ধাধুন)

সেরা অভিনেত্রী: আলিয়া ভাট (রাজি)

সেরা অভিনেতা: রণবীর সিং (পদ্মাবত)

সেরা অভিনেত্রী পার্শ্বচরিত্রে (মহিলা): অদিতি রাও হায়দরি (পদ্মাবত)

সেরা অভিনেতা পার্শ্বচরিত্রে (পুরুষ): ভিকি কৌশল (সঞ্জু)

সেরা নবাগত অভিনেতা: ঈশান খট্টর (ধড়ক)

সেরা নবাগতা অভিনেত্রী: সারা আলি খান (কেদারনাথ)

সেরা কাহিনি: শ্রীরাম রাঘবন, পূজা লাধা সুর্তি, অরিজিত্‍ বিশ্বাস, যোগেশ চন্দেকর এবং হেমন্ত রাও (অন্ধাধুন)

সেরা সংগীত পরিচালক: আমাল মালিক, গুরু রান্ধাওয়া, কোচক কোহলি, সৌরভ বৈভব এবং জ্যাক নাইট (সোনু কে টিটু কি সুইটি)

সেরা গানের কথা: অমিতাভ ভট্টাচার্য (ধড়ক)

সেরা প্লে-ব্যাক শিল্পী (মহিলা): হর্ষদীপ কৌর এবং বিভা সরফ (রাজি ছবির দিলবরো গানের জন্যে)

সেরা প্লে-ব্যাক শিল্পী (পুরুষ): অরিজিৎ‍ সিং (অ্যায় ওয়তন, রাজির ছবির গান)

 

https://www.instagram.com/p/B2ktCapBEAn/

The post IIFA অনুষ্ঠানে চাঁদের হাট, একঝলকে দেখে নিন কারা হলেন সেরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement