shono
Advertisement

গ্রামের স্কুলের জন্য পাঠাগার বানালেন আইআইটি পড়ুয়ারা

নতুন পাঠাগার দেখে কচিকাঁচাদের আনন্দ যেন আর ধরে না! The post গ্রামের স্কুলের জন্য পাঠাগার বানালেন আইআইটি পড়ুয়ারা appeared first on Sangbad Pratidin.
Posted: 05:22 PM Oct 19, 2016Updated: 03:41 PM Jan 28, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রামের শিশুদের জন্য মিনি লাইব্রেরির ব্যবস্থা করলেন আইআইটি গান্ধীনগরের পড়ুয়ারা৷ জানা গিয়েছে, গুজরাতের পালাজ প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ২৫০ শিশুর জন্য একটি ছোট লাইব্রেরির ব্যবস্থা করেছেন আইআইটির ছাত্ররা৷ পালাজ প্রাথমিক বিদ্যালয়ে এতদিন যে পাঠাগারটি ছিল, তাতে বইয়ের সংখ্যা ছিল বেশ কম৷ শুধু তাই নয়, ছাত্র-ছাত্রীরা এতদিন অবধি যে পাঠাগারের বই পেত, তাও খুব তাড়াতাড়ি ফিরিয়ে দিতে বাধ্য হত৷ তাদের লেখাপড়ার ইচ্ছা দেখেই মূলত স্কুলের ছাত্রদের জন্য নতুন পাঠাগার তৈরির ব্যবস্থা করেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির ছাত্ররা৷

Advertisement

জানা গিয়েছে, ছাত্র-ছাত্রীরা বহু বই সংগ্রহ করে পাঠাগারটি তৈরি করেছেন৷ পাঠাগারটিতে ১২ টি চেয়ার, তিনটি টেবিল এবং দুটি বইয়ের তাকের ব্যবস্থা করা হয়েছে৷ খুব অদ্ভুতভাবে বইয়ের তাকগুলিও কাগজ দিয়ে তৈরি৷ এমন সুন্দর পাঠাগার উপহার পেয়ে স্বভাবতই খুশি সেখানকার কিশোর পাঠকরা৷ বিভিন্ন মানুষের অনুদানের বই ছাড়াও এনসিইআরটি’র বইও রয়েছে এই পাঠাগারে৷ আইআইটি’র ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রদের উদ্যোগেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে৷

The post গ্রামের স্কুলের জন্য পাঠাগার বানালেন আইআইটি পড়ুয়ারা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement