সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল খড়গপুর আইআইটি কর্তৃপক্ষ। সফটওয়্যার ফর ম্যানেজিং ইনস্টিটিউটস অফ লার্নিং অ্যান্ড এডুকেশন (এমএলই) প্রজেক্টের সফটওয়্যার টেস্টার এবং সফটওয়্যার ডেভেলপার পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। আগামী ২ জানুয়ারি আবেদনের শেষ দিন।
সফটওয়্যার টেস্টার
শূন্যপদ: ৬টি
শিক্ষাগত যোগ্যতা:
বিই/ কম্পিউটার সায়েন্সে বিটেক/ ইনফর্মেশন টেকনোলজি/ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন অথবা কম্পিউটার সায়েন্সে এমএসসি ডিগ্রি থাকলে এই শূন্যপদে আবেদন করা যাবে।
অভিজ্ঞতা:
একই ধরনের পদে কাজ করার ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকলে এই শূন্যপদে আবেজন করা সম্ভব।
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থীকে ৪০ হাজার টাকা বেতন হিসাবে দেওয়া হবে।
সফটওয়্যার ডেভেলপার
শূন্যপদ: ৬টি
শিক্ষাগত যোগ্যতা:
বিই/ কম্পিউটার সায়েন্সে বিটেক/ ইনফর্মেশন টেকনোলজি/ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন অথবা কম্পিউটার সায়েন্সে এমএসসি ডিগ্রি থাকলে এই শূন্যপদে আবেদন করা যাবে।
অভিজ্ঞতা:
আবেদনকারীর ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
বেতন:
এই শূন্যপদে নিযুক্ত প্রার্থী প্রতি মাসে ৪০ হাজার টাকা বেতন পাবেন।
আবেদনের পদ্ধতি:
//iitkgp.ac.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থী আগামী ২ জানুয়ারি, ২০২০ সালের মধ্যে আবেদন করতে পারবেন। ফি হিসাবে তাঁদের ব্যাংকে ৫০ টাকা জমা দিতে হবে।
[আরও পড়ুন: মাধ্যমিক পাশ হলেই মিলতে পারে ডাকবিভাগে চাকরি, জেনে নিন আবেদনের খুঁটিনাটি]
প্রার্থী নির্বাচন:
কোনও লিখিত পরীক্ষা নয়। শুধুমাত্র ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমেই কর্মী নিয়োগ করা হবে। ৩ জানুয়ারি, ২০২০ সকাল দশটায় খড়গপুর আইআইটি’র আইআইএস বিল্ডিংয়ে নেওয়া হবে ইন্টারভিউ। তবে প্রয়োজনে দিন পরিবর্তন হতে পারে। আবেদনকারীকে অবশ্যই //iitkgp.ac.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।
The post ইন্টারভিউয়ের মাধ্যমে IIT খড়গপুরে কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি appeared first on Sangbad Pratidin.