shono
Advertisement

‘নষ্ট হয়ে গেছি’, সুইসাইড নোট লিখে আত্মঘাতী আইআইটি হায়দরাবাদের মেধাবী ছাত্র

ডিজাইনিং নিয়ে আইআইটি হায়দরাবাদে ভরতি হন বারাণসীর ছাত্র মার্ক৷ The post ‘নষ্ট হয়ে গেছি’, সুইসাইড নোট লিখে আত্মঘাতী আইআইটি হায়দরাবাদের মেধাবী ছাত্র appeared first on Sangbad Pratidin.
Posted: 02:45 PM Jul 03, 2019Updated: 02:45 PM Jul 03, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘এই বিরাট পৃথিবীতে একজন ব্যর্থ মানুষ আমি৷ পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছি৷’ – সুইসাইড নোটে এসব লিখেই নিজেকে শেষ করে দিল আইআইটি হায়দরাবাদের স্নাতকোত্তর স্তরের ছাত্র মার্ক অ্যান্ড্রু চার্লস৷ মঙ্গলবার দুপুরে হস্টেলের ঘরে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার করা হয়৷ পাশেই ছিল সুইসাইড নোট, যার ছত্রে ছত্রে মানসিক অবসাদ আর হতাশার বহিঃপ্রকাশ৷ তদন্তে নেমেছে সাংগারেড্ডি থানার পুলিশ৷

Advertisement

[ আরও পড়ুন: লোকসভার উলটো ফল রাজস্থানেও, পঞ্চায়েত উপনির্বাচনে বড় জয় কংগ্রেসের]

বারাণসীর ছাত্র মার্ক অ্যান্ড্রুজ ডিজাইনিং নিয়ে পোস্ট গ্র্যাজুয়েশন করতে ভরতি হয়েছিল হায়দরাবাদ আইআইটি’তে৷ দিব্যি চলছিল পড়াশোনা৷ ভাল নম্বরও পেয়েছিল মার্ক৷ কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি কেমন বদলে যেতে থাকে৷ বন্ধুদের থেকে দূরত্ব বাড়ছিল৷ ক্লাস বাদ দিয়ে হস্টেলে নিজের ঘরে চুপচাপই থাকত৷ বাড়ির লোকের সঙ্গেও সেভাবে যোগাযোগ করত না৷ সহপাঠীরা জানিয়েছে, সোমবার রাত ১১টা নাগাদ হস্টেলে নিজের ঘরে ঢুকেছিল মার্ক৷ তারপর আজ দুপুর পর্যন্ত তাঁকে কেউ দেখতেই পায়নি৷ আর তাতেই আতঙ্কিত হয়ে খবর দেওয়া হয় স্থানীয় থানায়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে হস্টেলের দরজা ভেঙে তাঁকে উদ্ধার করা হয়৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান, গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন মার্ক৷

এরপরই উদ্ধার হয় তাঁর লেখা সুইসাইড নোট৷ তাতে লেখা, ‘আমি কখনও ভাবিনি যে এভাবে তোমাদের বলতে হবে৷ আমাকে মনে রেখো না৷ আমি তার যোগ্য নই৷ শুধু জেনো, আমি তোমাদের ততটাই ভালবাসি, যতটা তোমরা আমাকে ভালবেসেছো৷  আমি খুব দুঃখী…’৷ এরপর মা,বাবার উদ্দেশেও সে লিখেছে, ‘সবচেয়ে ভাল অভিভাবক তোমরা, তোমাদের ধন্যবাদ৷ আমি দুঃখিত, আমি একেবারেই নষ্ট হয়ে গিয়েছি৷’

[ আরও পড়ুন: মুম্বইয়ের রত্নগিরিতে বাঁধ ভেঙে ভেসে গেল ৭টি গ্রাম, মৃত একাধিক]

মার্কের এমন পরিস্থিতিতে সহপাঠীদের পাশাপাশি শোকাহত আইআইটি কর্তৃপক্ষও৷ প্রিন্সিপ্যাল নিজে দুঃখপ্রকাশ করে বলছে, ‘এই মেধাবী ছাত্রের মৃত্যু আমাদের কাছে অপূরণীয় ক্ষতি৷ তার আত্মার শান্তি কামনা করি৷ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি৷’ পুলিশের প্রাথমিক অনুমান, পড়াশোনা নিয়ে উদ্বেগ এবং মানসিক চাপে ভুগছিল মার্ক অ্যান্ড্রুজ৷ হয়ত সেই কারণেই এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে৷ সুইসাইড নোট দেখে মনোবিদদের একাংশের মত, জীবনের যে কোনও প্রতিকূলতার মুখোমুখি হওয়ার মতো মনের জোর ছিল না মার্কের৷ তাই জীবন থেকে পালাতে চেয়েছে৷ আজকের প্রতিযোগিতার যুগে এমন দুঃখজনক ঘটনা অহরহ ঘটছেই৷ আর তা চিন্তা বাড়িয়ে তুলছে মনোবিদ, সমাজবিদদের৷

The post ‘নষ্ট হয়ে গেছি’, সুইসাইড নোট লিখে আত্মঘাতী আইআইটি হায়দরাবাদের মেধাবী ছাত্র appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement