সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’দিনের বেজিং সফরের প্রথম দিনেই প্রায় ৪০ মিনিট চিনা প্রেসিডেন্ট জি জিংপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ দু’দেশের ঠাণ্ডা লড়াই দূরে রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা হয় বলে জানা গিয়েছে৷ ৪০ মিনিটের বৈঠক শেষে মোদী ঘুরে দেখেন চিনা ঐতিহ্যবাহী মিউজিয়াম৷ মিউজিয়াম থেকে বেরিয়ে হ্রদে গিয়ে নৌকাবিহার করলেন মোদী ও শি জিনপিং৷ সেখানেই দু’জনকে স্বাগত জানানো হয়৷
সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, এদিনের এই বৈঠকে ভারত-চিন সম্পর্ক মজবুত করার লক্ষ্যে বাড়তি গুরুত্ব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এদিন দ্বিপাক্ষিক, আন্তর্জাতিক ও আঞ্চলিক নানা ইস্যুতে মুখোমুখি দফায় দফায় কথা বলেন তাঁরা৷
এদিনের ভারত-চিন বৈঠক ঘিরে বিশ্ব রাজনৈতিক ময়দানে তৈরি হয়েছে উত্তেজনা৷ শুরু হয়েছে আলোচনা৷ কেননা, এই মুহূর্তে এশিয়া মহাদেশে প্রধান দুই শক্তি ভারত-চিন৷ ডোকলাম ইস্যুতে গত বছর ৭৩ দিন দ্বিপাক্ষিক সম্পর্কে তৈরি হয়েছিল টানাপোড়েন৷ ভারত-চিন যুদ্ধ পরিস্থিতি নিয়ে শুরু হয়েছিল চর্চা৷ ডোকলাম-সহ সিয়াচেন ইস্যু নিয়ে স্তব্ধ ছিল দ্বিপাক্ষিক আলোচনা৷ ফলে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নতুন করে ভারত-চিন আলোচনা, নিয়ে কৌতূহল ছিলই৷
এদিনের এই সফর প্রসঙ্গে বিদেশমন্ত্রকের মুখপাত্র রবিশ কুমার টুইটে লেখেন, সেই বহু প্রতীক্ষিত অঘোষিত সামিট অবশেষে শুরু হল৷ উহানে হুবেই প্রাদেশিক মিউজিয়ামে পৌঁছনোর পর প্রধানমন্ত্রী মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চিনা প্রেসিডেন্ট৷ দুই নেতা একান্তে কথা বলেছেন৷ যেখানে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার ব্যাপারে মতামত বিনিময় করেছেন তাঁরা৷
The post জিনপিংয়ের সঙ্গে বৈঠক মোদির, ইন্দো-চিন সম্পর্কে নতুন দিগন্তের আভাস appeared first on Sangbad Pratidin.