সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাটিতে পড়ে রয়েছেন রক্তাক্ত রাশিয়ার রাষ্ট্রদূত৷ পাশে রিভলভার হাতে উন্মাদের মত চিৎকার করছে আততায়ী৷ ভয়ানক সেই দৃশ্য ধরা পড়েছিল এসোসিয়েটেড প্রেসের বর্ষীয়াণ চিত্রগ্রাহক বুরহান ওজবিলিচির ক্যামেরায়৷ তুরস্কের রাজধানী আঙ্কারায় সংঘটিত ওই হত্যার ছবিটি, ওয়ার্ল্ড প্রেস ফটো অ্যাওয়ার্ডস প্রতিযোগিতায় বর্ষসেরা ছবির তকমা পেয়েছে৷ ভয়ানক পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে নিজের কাজ করে যাওয়া ও অসম সাহসের পরিচয় দেওয়ার জন্য প্রতিযোগিতার বিচারকরা ওজবিলিচির প্রশংসা করেন৷ তবে এ নিয়ে কিছু বিতর্কেরও সৃষ্টি হয়েছে৷
আক্রান্ত রুশ রাষ্ট্রদূতের সাহায্য না করে, তিনি ঘটনাটির ছবি তোলায় ওজবিলিচির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে৷ তবে এর প্রেক্ষিতে তাঁর বক্তব্য, এটা তাঁর কাজ ও দায়িত্ব। এবং দুটোই নিষ্ঠার সঙ্গে পালন করেছেন তিনি|
গতবছর, ডিসেম্বরে তুরস্কের রাজধানী আঙ্কারায় একটি চিত্র প্রদর্শনী চলাকালীন রুশ রাষ্ট্রদূত আন্দ্রে কার্লভকে গুলি করে হত্যা করা হয়। হত্যাকারী ছিল তুরস্ক পুলিশের এক অফিসার৷
গত বছর ১৯ ডিসেম্বর ওই ছবি তোলা হয়। আরও কয়েকজন চিত্রগ্রাহক ছবি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। ৮০ হাজার ছবির মধ্যে থেকে নির্বাচিত করা হয়েছে সেরা ছবিগুলি। ওয়ার্ল্ড প্রেস ফটো পুরস্কার ১৯৫৫ সাল থেকে দেওয়া শুরু হয়। এ বছর বিচারকরা আট ক্যাটেগরিতে ২৫টি দেশের ৪৫ জন চিত্রগ্রাহককে পুরস্কার প্রদান করেন।