সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার সকাল থেকেই গোটা দেশের চোখ ভোটের ফলপ্রকাশের দিকে। বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট উড়িয়ে বাংলা আস্থা রেখেছে মমতা-অভিষেকেই। ওদিকে গোটা দেশকে বিরোধীশূন্য ভাবা গেরুয়া শিবিরও কিছুটা হলেও পাঁকে পড়েছে! এমতাবস্থায় শেষ জয়ের হাসি কার কার মুখে ফুটবে, তা দেখতে মরিয়া জনতা জনার্দন। এক্ষেত্রে ব্যতিক্রম নন ইমন চক্রবর্তীও (Iman Chakraborty)।
ভোট আবহে উত্তরবঙ্গে বেড়াতে গিয়েও নির্বাচনী ফলের দিকে নজর রেখেছেন ইমন। স্বামী নীলাঞ্জন ঘোষ এবং বন্ধুদের সঙ্গে পাহাড় থেকে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন গায়িকা। সেখানেই ক্যাপশনে লিখলেন, "তাপমাত্রা বাড়ছে দেশে। আজ তো একটু বেশি-ই। একটু ঠান্ডা ছবি দিলাম।" বলাই বাহুল্য, গায়িকার এই আবহাওয়ার ইঙ্গিত যে নির্বাচনী ফলপ্রকাশের দিকেই। ইমন জানিয়েছেন, পাহাড়ে সব জায়গায় নেটওয়ার্ক পাচ্ছেন না, তবে যেখানেই নেট সংযোগ থাকছে, যেটুকু পারছেন ভোটের ফলের দিকে নজর রাখছেন। সকাল থেকেই সেদিকে নজর রয়েছে তাঁদের সকলের। ইমনের কথায়, "দেশের ফলাফলের মতো গুরুত্বপূর্ণ বিষয়, তাই নজর তো থাকবেই।" তবে গায়িকা সেখানে গিয়ে উপলব্ধি করেছেন পাহাড়ের মানুষদের ভোট নিয়ে ততটা মাথাব্যথা নেই। বরং তাঁদের অভিযোগ, সরকারে যে-ই আসুক না কেন, রাস্তাঘাট একইরকম রয়ে গিয়েছে।
[আরও পড়ুন: অন্তঃসত্ত্বা দীপিকাকে ছেড়ে ইটালি যাওয়ার খেসারত দিতে হল রণবীর সিংকে! কীভাবে?]
একসময়ে কলেজে পড়াকালীন বাম রাজনীতি করতেন ইমন। যদিও চব্বিশের লোকসভা ভোটে বাংলায় ভাগ্যের হাল ফেরাতে পারল না বাম। এপ্রসঙ্গে গায়িকার মত, রাজনৈতিক ইস্যুতে সচেতন হলেও সেখান থেকে বহু দূরেই থাকেন তিনি। আজ রাতেই কলকাতা ফেরার কথা ইমন-নীলাঞ্জনের।