shono
Advertisement

এই ইতালিকে নিয়ে স্বপ্ন দেখলে কষ্ট পেতে হবে

গ্রুপ অফ ডেথে বেশ সমস্যায় পড়ল বেলজিয়াম৷ The post এই ইতালিকে নিয়ে স্বপ্ন দেখলে কষ্ট পেতে হবে appeared first on Sangbad Pratidin.
Posted: 05:17 PM Jun 14, 2016Updated: 12:09 PM Jun 14, 2016

ইতালি: ২ (গিয়াচেরিনি, পেলে)

বেলজিয়াম: ০

প্রসূন বন্দ্যোপাধ্যায়: শুরুতেই একটা কথা বলে রাখা ভাল, র‍্যাঙ্কিং প্রথায় আমি বিশ্বাসী নই৷ তাই বেলজিয়াম না, ইতালিকে ফেভারিট ভেবেই ম্যাচটা দেখতে বসেছিলাম৷ কিন্তু দিনের শেষে কী কষ্ট পেলাম, সেটা বলে বোঝানো যাবে না৷ কন্তেদের খেলা দেখে আমি খুব হতাশ৷ এই দল নিয়ে আর স্বপ্ন দেখব না৷ তাহলে কষ্ট পেতে হবে৷

Advertisement

ইতালি বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে জমাট রক্ষণ৷ যেখানে হুল ফোটাতে পারবে না প্রতিপক্ষ৷ সঙ্গে ‘ভয়ানক’ শক্তিশালী মাঝমাঠ৷ ইতালিকে বলা হত ডিফেন্সের সুপার পাওয়ার৷ ওদের তো চেনা ছক৷ ডিফেন্সের দরজা বন্ধ করে প্রতিপক্ষকে আক্রমণে আসতে দেওয়া৷ তারপর ওই ‘ভয়ংকর’ শক্তিশালী মাঝমাঠের ফুটবলাররা চোখের পলকে চলে আসবে কাউন্টারে৷ কিন্তু কোথায় কী? সারাক্ষণ ম্যাচের কন্ট্রোল রাখল বেলজিয়াম৷ টিপিক্যাল ইউরোপিয়ান স্টাইলে ডাইরেক্ট ফুটবল খেলল৷ পাস-গো-রান৷ ছোট্ট কিন্তু সহজ তত্ত্ব৷ কী সুন্দর ডিফেন্স৷ তেমন শক্তিশালী মাঝমাঠ৷ রাতজাগা চোখ দু’টো বেশ আরাম পেল৷ আবার ইতালি খেলল অঙ্ক কষে৷

এবার বলা দরকার লেখার শুরুতেই কেন বলেছিলাম, আমি র‍্যাঙ্কিংয়ে বিশ্বাসী নই৷ র‍্যাঙ্কিংয়ের পয়েণ্ট নির্ভর করে অনেক অঙ্কের উপর৷ অনেকটা যেমন বল পজেশনের মতোই৷ প্রচুর স্কোয়্যার ও ব্যাক পাস খেললে বল পজেশন বাড়বে৷ কিন্তু লাভ হবে কি? তাছাড়া ইতালি হচ্ছে বড় দল৷ ছোট থেকেই ওদের ডিফেন্স, মাঝমাঠ দেখে অনেক শিখেছি৷ তাই গতবারের রানার্সদের জয় দেখতে চেয়েছিলাম৷ সেটাই হল৷ কিন্তু ওদের খেলায় আমি হতাশ৷ ফুটবলের শেষ কথা গোলটাই শুধু করল৷ দ্বিতীয়ার্ধে তো সারাক্ষণ সাত-আটজন মিলে ডিফেন্স করল৷ খালি চোখে দেখলে ইতালির মতো দলের থেকে এই খেলা একেবারেই আশা করা যায় না৷ একটা সময় আমারও ভাল লাগেনি৷ যেন কলকাতা লিগের ম্যাচ দেখছি৷ দুই প্রধানের বিরুদ্ধে যেমন খেলে ছোট দলগুলো৷ ডিফেন্সে ভিড় করে অকারণ ফাউল৷ সবই করল ওরা৷ আসলে নিজেদের ক্ষমতা অনুযায়ী সাজাতে হয় ছক৷ কন্তেও ঠিক তেমন করল৷ আল্ট্রা ডিফেন্সিভ খেলে ট্যাকটিক্যাল জয়৷ প্রথমার্ধে গিয়াচেরিনির পর ইনজুরি টাইমে পেলে কাউন্টার অ্যাটাক থেকে গেল করে জয় নিশ্চিত করল৷

ট্যাকটিক্যাল উইন, এটা মেনেও বলতে বাধ্য হচ্ছি, দ্রুত সমস্যার সমাধান করতে না পারলে বুঁফোদের পরের রাউন্ডে দেখছি না৷ খারাপ লাগছে হ্যাজার্ডদের কথা ভেবে৷ কী ফুটবলটাই না খেলল৷ কিন্তু ফিরতে হল খালি হাতে৷ গ্রুপ অফ ডেথে বেশ সমস্যায় পড়ল বেলজিয়াম৷

ইউরোর আরও খবর:

জিতলেও স্ট্রাইকার সমস্যা চিন্তায় রাখবে বস্ককে

The post এই ইতালিকে নিয়ে স্বপ্ন দেখলে কষ্ট পেতে হবে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement