shono
Advertisement

কলকাতার সঙ্গে সড়কপথে যুক্ত হবে প্রতিটি জেলাসদর, এপ্রিল থেকে চালু বাস পরিষেবা

বিধানসভা ঘোষণা পরিবহণমন্ত্রীর। The post কলকাতার সঙ্গে সড়কপথে যুক্ত হবে প্রতিটি জেলাসদর, এপ্রিল থেকে চালু বাস পরিষেবা appeared first on Sangbad Pratidin.
Posted: 05:13 PM Mar 07, 2018Updated: 04:07 PM Sep 13, 2019

দীপঙ্কর মণ্ডল: রাজ্যের সবকটি জেলার সদর শহর থেকে কলকাতা পর্যন্ত বাস পরিষেবা চালু করতে চলেছে পরিবহণ দপ্তর। সপ্তাহে সাতদিনই চলাচল করবে অত্যাধুনিক এই বাসগুলি। কলকাতা থেকে জেলা শহর পর্যন্ত চলাচলকারী এই বাসগুলির নাম দেওয়া হয়েছে রাজধানী ভলভো এক্সপ্রেস। আগামী এপ্রিল মাস থেকে চালু হবে পরিষেবা। বুধবার বিধানসভায় একথা ঘোষণা করলেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Advertisement

[দুধ দিয়ে শোধন করা হবে শ্যামাপ্রসাদের মূর্তি, জানালেন দিলীপ]

শিয়ালদহ বা হাওড়া থেকে ট্রেনে চেপে রাজ্যের সবকটি বড় শহরে যাওয়া যায়। আবার কলকাতা থেকে শিলিগুড়ি, মালদা, বহরমপুর, বর্ধমান পর্যন্ত সরকারি বাসও চলে। সম্প্রতি নতুন জেলা হয়েছে কালিম্পং, আলিপুরদুয়ার ও ঝাড়গ্রাম। কিন্তু, এইসব জেলার সদর শহর যাওয়ার জন্য এখনও ট্রেনই ভরসা। এবার রাজ্যের সবকটি জেলার সদর শহরকেই সড়কপথে কলকাতার সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নিয়েছে পরিবহণ দপ্তর। মঙ্গলবার বিধাসসভায় পরিববহণ দপ্তরের বাজেটে নয়া বাস পরিষেবা চালুর কথা ঘোষণা করলেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, আগামী এপ্রিল মাসে কলকাতা থেকে সবকটি জেলার সদর শহর পর্যন্ত সরকারি বাস চালু হবে। সপ্তাহে সাতদিনই শহরের সরকারি বাস ডিপো থেকে ছাড়বে অত্যানুধিক ভলভো বাস। প্রতিটি বাসে ওয়াইফাই, জিপিএসের মতো পরিষেবাও পাওয়া যাবে। শুধু বাস পরিষেবাই চালু করাই নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে সরকারি বাস ডিপোগুলিকেও ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে পরিববহণ দপ্তর। পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, প্রতিটি ডিপোতে ডিজিটাল ঘড়ি লাগানো হবে। থাকবে ওয়াইফাই পরিষেবাও। আবার ঝাড়গ্রামের মতো কয়েকটি শহরের সরকারি বাস ডিপোটিতে যাত্রীদের রাত্রিবাসেরও ব্যবস্থা করবে পরিবহণ দপ্তর।

[ত্রিপুরা কাণ্ডের জের, টালিগঞ্জে ভাঙা হল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি]

মাস খানেক আগেই কলকাতা শহরে রাতভর সরকারি বাস চালু করার কথা ঘোষণা করেছিল পরিবহণ দপ্তর। বলা হয়েছিল, প্রথম পর্যায়ে হাওড়া, শিয়ালদহ স্টেশন ও কলকাতা বিমানবন্দর থেকে রাতভর বিভিন্ন রুটে সরকার বাস চালানো হবে। এরপর ধাপে ধাপে গোটা শহর জুড়ে বিভিন্ন রুটে সারারাত সরকারি বাস চলবে। এমনকী, রাতে সরকারি বাস পরিষেবা পাওয়া যাবে গড়িয়া, বেহালার মতো শহরতলি এলাকায়ও।

[নিউটাউনের রাস্তায় গরু-ছাগলের ‘নো এন্ট্রি’, বিধানসভায় নয়া বিল]

The post কলকাতার সঙ্গে সড়কপথে যুক্ত হবে প্রতিটি জেলাসদর, এপ্রিল থেকে চালু বাস পরিষেবা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement